Advertisement

ইউটিলিটি

Jio-কে টেক্কা দিতে একই খরচে আগের চেয়ে ১৪ জিবি ডেটা বেশি দিচ্ছে Airtel!

সুদীপ দে
  • 03 Jan 2021,
  • Updated 4:46 PM IST
  • 1/7

একই টাকার রিচার্জে আগের থেকে ১৪ জিবি বেশি ডেটা ব্যবহারের সুযোগ নিয়ে হাজির Bharti Airtel। নিজেদের ১৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে হাইস্পিড ডেটার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিল দেশের অন্যতম এই টেলিকম সংস্থা।

  • 2/7

৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত Reliance Jio তার গ্রাহকদের থেকে IUC চার্জ বা অন্য নেটওয়ার্কে কল করার জন্য টাকা কাটলেও ১ জানুয়ারি, ২০২১ থেকে এই IUC চার্জ আর কাটা হচ্ছে না। ফলে শুধুমাত্র নিজস্ব নেটওয়ার্কেই নয়, নতুন বছর থেকে Reliance Reliance Jio-র গ্রাহকরা দেশের যে কোনও নেটওয়ার্কেই ভয়েস কলিং করতে পারবেন একেবারে বিনামূল্যে!

  • 3/7

Reliance Jio-র এই ঘোষণায় রীতিমতো চাপে পড়তে হয়েছে Airtel, Vodafone Idea বা BSNL-এর মতো দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে। কারণ, IUC চার্জ বা অন্য নেটওয়ার্কে কল করার জন্য টাকা কাটার নিয়ম দেশের বাকি টেলিকম সংস্থাগুলিতে এখনও চালু রয়েছে।

  • 4/7

তবে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দেশের বাকি টেলিকম সংস্থাগুলি টেক্কা দিতে ১৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে দৈনিক ১ জিবির পরিবর্তে এখন থেকে ১.৫ জিবি ডেটা দেবে Bharti Airtel।

  • 5/7

আগে ১৯৯ টাকার এই প্রিপেড প্ল্যানে Airtel গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ পেতেন। একই প্ল্যানে, একই খরচে এ বার থেকে প্রতিদিন ১ জিবির পরিবর্তে ১.৫ জিবি ডেটা পাবেন Airtel গ্রাহকরা। 

  • 6/7

অর্থাৎ, আগে যেখানে Airtel-এর ১৯৯ টাকার প্রিপেড প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটিতে মোট ২৮ জিবি ডেটা পাওয়া যেত, তার পরিবর্তে এখন মোট ৪২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন Airtel গ্রাহকরা। অর্থাৎ, একই খরচে এখন আগের চেয়ে ১৪ জিবি অতিরিক্ত ডেটা ব্যবহারের সুযোগ পাবেন এই সংস্থার গ্রাহকরা।

  • 7/7

১৯৯ টাকার এই প্রিপেড প্ল্যানে Airtel গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটার পাশাপাশি পাবেন রোজ ১০০টি SMS পাঠানোর সুযোগ। তাছাড়া, এই প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যেই পাবেন হ্যালো টিউনস, Airtel Xstream এবং Wink Music-এর সাবস্ক্রিপশন।

Advertisement
Advertisement