Advertisement

ইউটিলিটি

চালু হয়ে গিয়েছে Salar Jeevan Bima টার্ম ইনসিওরেন্স! জেনে নিন এর খুঁটিনাটি

সুদীপ দে
  • 02 Jan 2021,
  • Updated 5:22 PM IST
  • 1/6

করোনা মহামারির কারণে মেয়াদি বিমা বা টার্ম ইনসিওরেন্সের গুরুত্ব বুঝেছেন অনেকেই। তাই এখন হয়তো আর কেউই বিমাকে ‘অপচয়’ বা ‘বাজে খরচ’ বলে মনে করেন না। ২০২০-র শেষে Google সার্চে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে মেয়াদি বিমা বা টার্ম ইনসিওরেন্সের খুঁটিনাটি বিষয়ে।

  • 2/6

করোনা মহামারির মতো পরিস্থিতির মোকাবিলায় ‘করোনা কবচ’, ‘করোনা রক্ষক’ বা ‘আরোগ্য সঞ্জীবনী’র মতো নতুন সুবিধাজনক পলিশি চালু হয়েছে। একই সঙ্গে বিমা করার ক্ষেত্রে নিয়ম-কানুনেও সরলীকরণ করা হয়েছে।

  • 3/6

১ জানুয়ারি, ২০২১ থেকে বিমা নিয়ন্ত্রক IRDA চালু করেছে ‘সরল জীবন বিমা’ (Saral Jeevan Bima) প্রকল্প। সমস্ত জীবন বিমা সংস্থাগুলিকে এই নিয়মের আওতায় বিমা বিক্রয় করার নির্দেশ দিয়েছে IRDA। চলুন এ প্রসঙ্গে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 4/6

'সরল জীবন বিমা' প্রকল্পের (Saral Jeevan Bima) নিয়মে পৃথক মেয়াদী জীবন বিমার ক্ষেত্রে সর্বাধিক অর্থের পরিমাণ হবে ২৫ লক্ষ টাকা। এই 'সরল জীবন বিমা' প্রকল্পে গ্রাহকদের ইতিমধ্যেই বিমা সংস্থাগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। 

  • 5/6

'সরল জীবন বিমা' প্রকল্পের (Saral Jeevan Bima) নিয়মে ১৮ বছর থেকে ৬৫ বছর বয়সের লোকেরা সহজেই জীবন বিমায় বিনিয়োগ করতে পারবেন। সর্বাধিক ৭০ বছর বয়স পর্যন্ত বিমা করা যাবে। অর্থাৎ, কোনও ব্যক্তির বয়স ৭০ বছর হলেই এই নিয়মে তাঁর বিমার মেয়াদ শেষ হয়ে যাবে।

  • 6/6

'সরল জীবন বিমা' প্রকল্পের (Saral Jeevan Bima) নিয়মে কোনও ব্যক্তি ন্যূনতম ৪ বছর এবং সর্বাধিক ৪০ বছর পর্যন্ত বিমা করতে পারবেন। নিয়ম অনুযায়ী, বিমার মূল রাশির পরিমাণ ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত।

Advertisement
Advertisement