Advertisement

ইউটিলিটি

Debit Card ছাড়াই ATM থেকে নিরাপদে টাকা তুলতে পারবেন SBI গ্রাহকরা!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2021,
  • Updated 3:11 PM IST
  • 1/9

অবিশ্বাস্য মনে হলেও এমনই সুবিধা চালু হয়েছে SBI গ্রাহকদের জন্য! ডেবিট কার্ড ছাড়াই এখন ATM থেকে টাকা তোলার ব্যবস্থা কার্যকর করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

  • 2/9

এ বিষয়ে স্টেট ব্যাঙ্কের (SBI) পক্ষ থেকে জানানো হয়েছে যে, ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে এই সুবিধা পেতে হলে SBI Yono অ্যাপের ব্যবহার করা জরুরি।

  • 3/9

স্টেট ব্যাঙ্কের (SBI) পক্ষ থেকে জানানো হয়েছে, যে সকল গ্রাহকের কাছে SBI Yono অ্যাপ রয়েছে, তাঁরা ডেবিট কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলতে পারবেন। শুধু তাই নয়, কেনাকাটার ক্ষেত্রেও আর লাগবে না ডেবিট কার্ড।

  • 4/9

ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, একাধিক ভেরিফিকেশন পর্যায় পেরিয়ে SBI Yono অ্যাপের সাহায্যে ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে ডেবিট কার্ড ক্লোনিং বা স্কিমিং-এর মতো জালিয়াতির ঝুঁকি থাকছে না।

  • 5/9

ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, SBI Yono অ্যাপের সাহায্যে ATM থেকে আর্থিক লেনদেন আরও নিরাপদ হবে SBI গ্রাহকদের জন্য। তাই গ্রাহকদের ATM লেনদেন আরও সুরক্ষিত করতে এই Yono ক্যাশ ব্যবস্থার উপর জোর দিচ্ছে SBI।

  • 6/9

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, SBI-এর Yono অ্যাপ ব্যবহার করে দেশের ১৬ হাজারেরও বেশি ATM থেকে এখন নিরাপদে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। যে সমস্ত ATM থেকে Yono অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা নিরাপদে টাকা তুলতে পারবেন, সেগুলিকে বলা হচ্ছে Yono Cash Point।

  • 7/9

ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, Yono Cash-এর সাহায্যে টাকা তুলতে গ্রাহককে ২ বার ভেরিফিকেশন পর্বের মধ্যে দিয়ে যেতে হবে। SBI Yono অ্যাপের সাহায্যে ATM থেকে টাকা তোলার আগেই আর্থিক লেনদেনের জন্য ৬ অঙ্কের Yono Cash পিন নম্বর জেনারেট করে নিতে হবে।

  • 8/9

Yono Cash পিন নম্বর জেনারেট করার পর গ্রাহকদের ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বরে SMS করে আরও একটি ৬ অঙ্কের রেফারেন্স নম্বর পাঠানো হবে। এই রেফারেন্স নম্বর পরবর্তী ৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করতে হবে।

  • 9/9

গ্রাহকের মোবাইলে আসা রেফারেন্স নম্বর এবং পিন নম্বর পরবর্তী ৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করে নিকটবর্তী Yono ক্যাশ পয়েন্টে গিয়ে টাকা তোলা যাবে ডেবিট কার্ড ছাড়াই। এই পদ্ধতিতে ATM জালিয়াতি রোখা অনেকটাই সম্ভব হবে বলে মনে করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement