Advertisement

ইউটিলিটি

কবে থেকে প্রি বুকিং শুরু iPhone17-এর? দাম কত? সব তথ্য এক ক্লিকেই

Aajtak Bangla
Aajtak Bangla
  • 03 Sep 2025,
  • Updated 4:04 PM IST
  • 1/10

অপেক্ষা আর মাত্র কয়েকটি দিনের। অ্যাপেলপ্রেমীরা উদগ্রীব হয়ে রয়েছেন iPhone17 হাতে নেওয়ার জন্য। আগামী ৯ সেপ্টেম্বর সেই বহু প্রতীক্ষিত দিন। রাত ঠিক সাড়ে ১০টা নাগাদ লঞ্চ হতে চলেছে iPhone-এর লেটেস্ট মডেলটি। যদিও ভারতের বাজারে তা আসবে আরও মাসখানেক বাদে। তবে চিন্তা নেই। কারণ এখন থেকেই প্রি-বুকিং করা যাবে iPhone17-এর। এর দাম কত জানেন? কী কী ফিচার রয়েছে এই লেটেস্ট মডেলে?
 

  • 2/10


অ্যাপেল জানিয়েছে, নতুন iPhone হবে আরও মসৃণ এবং এটি ব্যবহার করা হবে আরও সহজ। iPhone17 সিরিজের ৪টি মডেল বাজারে আনতে চলেছে অ্যাপেল। স্ট্যান্ডার্ড iPhone17, হাল্কা ও পাতলা iPhone17 Air,  শক্তিশালী iPhone17 Pro এবং সর্বাধিক উন্নত iPhone17 Pro Max.

  • 3/10


জানা গিয়েছে, এই সিরিজ আরও বেশি আপগ্রেডেড হবে। ডায়ানামিক সমস্ত ফিচার থাকবে এতে। iOS 26 প্ল্যাটফর্মের মধ্যে নতুন ইন্টার্যাক্টিভ ফিটার ও উন্নত ভিজুয়াল এফেক্ট থাকবে। ব্যবহারকারীদের একদম নতুন ও অত্যাধুনিক অভিজ্ঞতা দিতে চলেছে অ্যাপেল। 

  • 4/10

iPhone 17 Pro Max সহ পুরো সিরিজের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে ৯ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে (ভারতীয় সময়)। ইভেন্টটির নাম দেওয়া হয়েছে 'Awe Dropping', যা অনুষ্ঠিত হবে অ্যাপল পার্ক, কুপার্টিনোতে।

  • 5/10

সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে ক্যামেরার ডিজাইনে। দীর্ঘদিন ধরে চালু থাকা উল্লম্ব ট্রিপল লেন্স সেটআপ এবার বাদ দিতে পারে অ্যাপেল। তার বদলে আনা হচ্ছে নতুন চওড়া আয়তাকার ক্যামেরা। যা দেখতে অনেকটা গুগল পিক্সেলের ডিজাইনের মতো। 

  • 6/10

iPhone17 Pro Max-এ থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রধান সেন্সর, একটি আলট্রা ওয়াইড লেন্স এবং সম্পূর্ণ নতুন পেরিস্কোপ টেলিফটো ইউনিট। ফ্রন্ট ক্যামেরাতেও আসছে বড় আপগ্রেড। এবার সেলফি ক্যামেরা হবে ২৪ মেগা পিক্সেল। এছাড়া ল্যান্ডস্কেপ মোডে নতুন ক্যামেরা ইন্টারফেস যুক্ত করা হচ্ছে। 

  • 7/10

নতুন ডিভাইসে থাকছে সর্বশেষ A19 Pro প্রসেসর, যার সঙ্গে যুক্ত থাকবে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। অর্থাৎ আগের মডেলের তুলনায় বাড়ছে ৪ জিবি ব়্যাম।

  • 8/10

iPhone-এর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি হতে চলেছে এবার। ৫ হাজার ৫০০mAh। সঙ্গে থাকছে ২৫W MagSafe চার্জিং এবং ১৫W Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
 

  • 9/10

বেশ খানিকটা দাম বাড়ছে এবারের iPhone সিরিজের। অনুমান করা হচ্ছে, iPhone 17 Pro-এর দাম শুরু হতে পারে, ১ হাজার ৪৯ ডলার থেকে। iPhone 17 Pro Max-এর দাম শুরু হতে পারে প্রায় ১ হাজার ২৪৯ ডলার থেকে। 

  • 10/10

৯ সেপ্টেম্বর একইসঙ্গে অ্যাপেল ওয়াচের নতুন মডেল লঞ্চ হতে পারে বলেও মনে করা হচ্ছে। ওই ইভেন্টে বহু প্রতীক্ষিত এয়ারপড প্রো ৩ লঞ্চ করতে পারে অ্যাপেল। শোনা যাচ্ছে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে নয়া এই iPhone17 সিরিজের প্রি-বুকিং শুরু হয়ে যাবে। হাতে পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের পর থেকে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement