Advertisement

ইউটিলিটি

৯৯ মাস পর বড় লাভের মুখ দেখল ভারতের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি!

সুদীপ দে
  • 04 Jan 2021,
  • Updated 2:37 PM IST
  • 1/6

সদ্য সমাপ্ত ২০২০ সালের শেষটা ভালই গেল ভারতের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির জন্য। কারণ, প্রায় ৯৯ মাস পর ডিসেম্বরে বড়সড় লাভের মুখ দেখল ভারতের গাড়ি নির্মান শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলি! Maruti, Hyundai, Tata Motors, Mahindra, Kia, Honda-র মতো প্রায় সমস্ত গাড়ি প্রস্তুতকারী সংস্থাই বড় লাভের মুখ দেখেছে ২০২০-র শেষ মাসে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 2/6

ঘরোয়া বাজারেও বেড়েছে Maruti-র বিক্রি। এক বছরে প্রায় ১৪.৬ শতাংশ বিক্রি বেড়েছে Maruti-র। ২০১৯ সালে ডিসেম্বর মাসে ঘরোয়া বাজারে Maruti-র বিক্রি হয়েছিল ১ লক্ষ ২২ হাজার ৭৮৪টি। ২০২০-র ডিসেম্বরে Maruti-র ১ লক্ষ ৪০ হাজার ৭৫৪টি গাড়ি বিক্রি হয়েছে।

  • 3/6

২০২০ সালের ডিসেম্বরে Hyundai Motor India Limited-এর গাড়ি বিক্রির বাজার ছিল দুর্দান্ত! ২০২০-র শেষ মাসে সংস্থার ৪৭,৪০০টি গাড়ি বিক্রি হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। ২০১৯ সালে ডিসেম্বর মাসে ঘরোয়া বাজারে এই সংস্থা ৩৭,৯৫৩টি গাড়ি বিক্রি করেছিল।

  • 4/6

গত বছরের তুলনায় ২০২০-র ডিসেম্বরে Tata Motors-এর গাড়ির বিক্রি বেড়েছে ৮৪.১৭ শতাংশ। ২০১৯-এর ডিসেম্বরে যেখানে Tata Motors-এর ১২,৭৮৫টি গাড়ি বিক্রি হয়েছিল সেখানে ২০২০-র ডিসেম্বরে ২৩,৫৪৬টি গাড়ি বিক্রি হয়েছে।

  • 5/6

Mahindra-র জন্যেও ২০২০-এর ডিসেম্বর দুর্দান্ত গিয়েছে! ২০১৯-এর ডিসেম্বরে যেখানে Mahindra-র ১৫,২৭৬টি গাড়ি বিক্রি হয়েছিল সেখানে ২০২০-র ডিসেম্বরে ১৬,১৮২টি গাড়ি বিক্রি হয়েছে। অর্থাৎ, গত বছরের তুলনায় ২০২০-র ডিসেম্বরে Mahindra-র গাড়ির বিক্রি বেড়েছে ৫.৯৩ শতাংশ।

  • 6/6

২০২০ সালের ডিসেম্বরে ভারতের বাজারে Kia-র গাড়ি বিক্রির পরিমাণ অনেকটাই বেড়েছে! ২০২০-র শেষ মাসে সংস্থার ১১,৮১৮টি গাড়ি বিক্রি হয়েছে, যেখানে ২০১৯ সালে ডিসেম্বর মাসে ঘরোয়া বাজারে এই সংস্থা ৪,৬৪৫টি গাড়ি বিক্রি করেছিল। অর্থাৎ, গত বছরের তুলনায় ২০২০-র ডিসেম্বরে Kia-র গাড়ির বিক্রি বেড়েছে ১৫৪.৪২ শতাংশ।

Advertisement
Advertisement