Advertisement

ইউটিলিটি

Bank Holidays: মার্চে ধর্মঘট, ১৩ দিনের ছুটি মিলিয়ে কদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা?

Aajtak Bangla
  • 23 Feb 2022,
  • Updated 11:45 AM IST
  • 1/8

৩১ দিনের মার্চে ১৩ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। নানা উপলক্ষে বেশ কিছু ছুটিছাটাও রয়েছে বিভিন্ন দফতরে! বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব-পার্বনকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়।

  • 2/8

মার্চে ব্যাঙ্কের ছুটির তালিকায় চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে। তবে তারই সঙ্গে ব্যাঙ্ক কর্মীদের সংগঠনের ডাকে ২ দিন ধর্মঘট হওয়ার কথাও রয়েছে এ মাসে। চলুন জেনে নেওয়া যাক, এই মাসে কোন কোন দিন ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে...

  • 3/8

আগামী ১ মার্চ মহাশিবরাত্রি উপলক্ষে আগরতলা, আইজল, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, নয়াদিল্লি, পানাজি, পাটনা এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • 4/8

আগামী ৩ মার্চ লোসার উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৪ মার্চ চাপচার কুট উপলক্ষে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে আর ৬ মার্চ মাসের প্রথম রবিবার উপলক্ষে ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি থাকছে।

  • 5/8

আগামী ১২ মার্চ শনিবার, মাসের দ্বিতীয় শনিবার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ মার্চ মাসের দ্বিতীয় রবিবার ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি। ১৭ মার্চ হোলিকা দহন উপলক্ষে দেরাদুন, কানপুর, লখনউ এবং রাঁচিতে  ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

  • 6/8

আগামী ১৮ মার্চ, হোলি/ ধুলেটি/ দোল যাত্রা উপলক্ষে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, ইম্ফল, কোচি, কলকাতা এবং তিরুবনন্তপুরম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • 7/8

আগামী ১৯ মার্চ হোলি/ ইয়োসাং উপলক্ষে ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ মার্চ রবিবার ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি। ২২ মার্চ বিহার দিবস উপলক্ষে পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ মার্চ শনিবার মাসের চতুর্থ শনিবার আর ২৭ মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • 8/8

এই ছুটিগুলি ছাড়াও ২৮ ও ২৯ মার্চ ব্যাঙ্ক কর্মীরা কেন্দ্র সরকারের শ্রম ও জনবিরোধী নীতি, সরকারি ব্যাঙ্কের (PSU) বেসরকারিকরণের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন। সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (CITU), ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI) এই ধর্মঘটের কথা জানিয়েছে।

Advertisement
Advertisement