Advertisement

ইউটিলিটি

6th Pay Commission: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও তিন মাস বেড়েছে বাংলায়!

Aajtak Bangla
  • 05 Jul 2021,
  • Updated 5:57 PM IST
  • 1/8

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্যভাতা (DA) এবং মূল্যবৃদ্ধি ত্রাণ (DR) এর বকেয়া মেটানোর প্রস্তুতি চলেছে।

  • 2/8

তবে প্রশ্ন উঠছে যে, এতে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) পে ম্যাট্রিক্সে কার্যকর করা হবে কিনা বা কর্মচারিদের বেতনে এর কতটা প্রভাব পড়বে!

  • 3/8

জিসিএমের জাতীয় কাউন্সিলের মতে, কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) DA এবং DR বকেয়া মেটানোর প্রক্রিয়া পুনরায় চালু হতে সময় লাগবে।

  • 4/8

এ দিকে ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে বাংলায়! সম্প্রতি নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি এ কথা জানিয়েছে রাজ্য সরকার।

  • 5/8

নবান্ন থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) চেয়ারম্যান-সহ প্রত্যেক সদস্যের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। এই নির্দেশ কার্যকর হয়েছে গত ১ জুলাই থেকেই।

  • 6/8

নবান্ন সূত্রে জানানো হয়েছে যে, ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) মেয়াদ বাড়ানো হলেও বেতন কাঠামোতে কোনও পরিবর্তন আনা হবে না।

  • 7/8

নবান্ন সূত্রে জানানো হয়েছে যে, সরকারি কর্মচারীদের অবসরকালীন সুযোগ-সুবিধা, জমা ছুটির মতো একাধিক জরুরি বিষয় খতিয়ে দেখা হবে ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) এই বর্ধিত মেয়াদে।

  • 8/8

এর পাশাপাশি বর্তমানে কোন সরকারি দফতরে কত কর্মী রয়েছেন বা ওই দফতরে কত কর্মীর প্রয়োজন রয়েছে— এই বিষয়গুলিও খতিয়ে দেখার জন্য ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) মেয়াদ বাড়ানো হয়েছে।

Advertisement
Advertisement