Advertisement

ইউটিলিটি

Biometric Verification In Ration System: রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু হচ্ছে বাংলায়!

Aajtak Bangla
  • 03 Jun 2021,
  • Updated 7:32 PM IST
  • 1/9

গত মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ বাংলায় ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে চালু হলো 'দুয়ারে রেশন' ব্যবস্থা। রাজ্যের খাদ্য দফতরের উদ্যোগে আপাতত মোট ২৮টি রেশন দোকান থেকে চাল-গম গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

  • 2/9

কেন্দ্রের নির্দেশ মেনে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ধরে রাখতে দুয়ারে রেশন পরিষেবার ক্ষেত্রেও 'পস' মেশিনের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। গ্রাহকদের চাহিদা মতো ছোট গাড়িতে করে রেশনের সামগ্রী তাঁদের বাড়িতে পৌঁছে দেবেন ডিলাররা।

  • 3/9

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে রেশনের খাদ্য দেওয়ার আগে 'পস' মেশিনে গ্রাহককে আঙুলের ছাপ দিয়ে তাঁর আধার নম্বর যাচাই করে নেওয়া হবে। রেশন কার্ডের প্রকৃত গ্রাহকের হাতেই রেশনের খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে কিনা, তা যাচাই করেই দেখতেই এই ব্যবস্থা করা হচ্ছে।

  • 4/9

যে সমস্ত গ্রাহকের Aadhaar নম্বর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই 'পস' মেশিনে গ্রাহককে আঙুলের ছাপ দিয়ে তাঁর Aadhaar নম্বর যাচাই করার ব্যবস্থা আপাতত চালু হচ্ছে বলে জানিয়েছে খাদ্য দফতর। এ মাস থেকেই রেশন ব্যবস্থায় এই নিয়ম কার্যকর হতে চলেছে।

  • 5/9

রাজ্য খাদ্য দফতর সূত্রে জানানো হয়েছে, যে সকল গ্রাহক এখনও Aadhaar নম্বর লিঙ্ক করেননি, তাঁদের আগস্টের মধ্যেই তা করে ফেলতে হবে। আগস্টের পর রেশনের খাদ্য পেতে এটা অত্যন্ত জরুরি!

  • 6/9

৩১ মে খাদ্য দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও পরিবারের যে কোনও একজন সদস্যের Aadhaar নম্বর নথিভুক্ত বা লিঙ্ক করা থাকলে তাঁর পরিবারের বাকি সদস্যরাও রেশনের বরাদ্দ খাদ্যসামগ্রী পাবেন।

  • 7/9

আপাতত যে সকল গ্রাহকের মোবাইল নম্বর নথিভুক্ত রয়েছে, ডিলারের কাছে গিয়ে তাঁদের ডিজিটাল রেশন কার্ড স্ক্যান করার পর গ্রাহকের নথিভুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে। ওই OTP ডিলার ই-পস যন্ত্রে নথিভুক্ত করার পর গ্রাহক তাঁর প্রাপ্য খাদ্য পাবেন। তবে আগস্টের পর এই এই পদ্ধতিতে আর রেশন মিলবে না।

  • 8/9

নতুন ব্যবস্থায়, ডিলারের কাছে থাকা পস' মেশিনে গ্রাহককে তাঁর ডিজিটাল রেশন কার্ড স্ক্যান করার পর আঙুলের ছাপ দিয়ে তাঁর Aadhaar নম্বর যাচাই করে নিয়ে নিশ্চিত হওয়ার পর তবেই হাতে রেশনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে।

  • 9/9

জানা গিয়েছে, রাজ্য সরকারের 'দুয়ারে রেশন' ব্যবস্থার ক্ষেত্রেও পস' মেশিনে গ্রাহকের বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। তাই এ ক্ষেত্রেও Aadhaar নম্বর লিঙ্ক করা জরুরি হয়ে পড়ছে।

Advertisement
Advertisement