ভারতীয় সংস্কৃতিতে সোনা-রুপোর বিরাট গুরুত্ব রয়েছে। তাই তো যে কোনও অনুষ্ঠানে আমরা সোনা কিনি। সেটা না পারলে হাত বাড়াই রুপোর দিকে।
যদিও আমাদের এই অভ্যাস একবারেই ঠিক নয় বলে মনে করছেন চার্টার অ্যাকাউন্ট নীতিন কৌশিক। তিনি জানান, সোনা বা রুপোর গয়না কোনও ভাবেই বিনিয়োগের রাস্তা হতে পারে না।
এই বিশেষজ্ঞের মতে, মানুষ সোনা বা রুপোর গয়না কেনেন, সেটাকে স্পর্শ করা যায় বলে। তবে এটা কোনওভাবেই ইনভেস্টমেন্ট নয়।
শুধু তাই নয়, সোনা, রুপোর গয়না কেনার সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। যার ফলে এটি তেমন একটা লাভের বিনিয়োগ নয়।
কৌশিক আরও জানান, গয়না কেনার অর্থ হল ডিলারের মার্জিন দেওয়া, ৩ শতাংশ জিএসটি দেওয়া এবং এবং ৫ থেকে ৬ শতাংশ মেকিং চার্জ দেওয়া।
যদিও যখন আপনি এটা বিক্রি করতে যাবেন, তখন হোলসেল প্রাইসে বিক্রি করতে হবে। অর্থাৎ সোজা ভাষায় কম দাম পাবেন।
তাঁর কথায়, 'আজ আপনি ১.২২ লক্ষ টাকার সোনা কিনে কাল বিক্রি করতে গেলে ১.১৮ লক্ষ টাকা পাবেন। মানে ৪ হাজার টাকার লস।'
অন্যদিকে সোনা ঘরে রাখলে কিছু সুরক্ষাজনিত সমস্যা হতে পারে। তাই এভাবে সোনা কিনে বাড়িতে মজুত করবেন না।
তার বদলে সোনার ইটিএফ, ডিজিটাল গোল্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পরামর্শ দিলেন তিনি। তাতেই লাভ মিলবে।