Advertisement

ইউটিলিটি

Ayushman Card : এবার আসছে Ayushman Card, ৩১ রাজ্য সামিল প্রকল্পে; বাংলা আছে?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Aug 2022,
  • Updated 7:25 PM IST
  • 1/6

আয়ুষ্মান ভারত কার্ডের (Ayushman Bharat Card) পরিবর্তে এবার আয়ুষ্মান কার্ড (Ayushman Card) আনছে ভারত সরকার, যা কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই স্বাস্থ্য প্রকল্পগুলিকে একত্রিকরণ করবে। 

  • 2/6

তাতে রাজ্য ও কেন্দ্র, উভয়ের লোগোও থাকবে। ইতিমধ্যেই এই কার্ড তৈরির কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে বলে খবর। 

  • 3/6

তবে কিছু রাজ্য সরকারই এটা চাইছে না বলে জানা যাচ্ছে। সূত্রের খবর ৩১টি রাজ্য ইতিমধ্যেই এই প্রকল্পে যোগ দিয়েছে। 

আরও পড়ুনব্রেকফাস্টে কী খাবার খেলে আপনার এনার্জি লেবেল থাকবে হাই? জানুন

  • 4/6

দিল্লি, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এখনও স্বাস্থ্য প্রকল্পে যোগ দেয়নি। পাশাপাশি তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর সম্মতির জন্যও অপেক্ষা করা হচ্ছে।
 

  • 5/6

তথ্য বলছে, ১৭ অগাস্ট পর্যন্ত ১৮.৮১ কোটি মানুষের ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং ১৪.১২ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যুও করা হয়ে গিয়েছে। 

  • 6/6

PM-JAY এবং রাজ্যের লোগোর জন্য সমান জায়গা বরাদ্ধ করা হচ্ছে বলেই খবর। ইংরেজি এবং স্থানীয়, দু'টি ভাষায় তৈরি করা হচ্ছে এই আয়ুষ্মান কার্ড।

Advertisement
Advertisement