Advertisement

ইউটিলিটি

7th Pay Commission: DA বাড়ল ১১%, ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন? হিসেবটা বুঝে নিন

Aajtak Bangla
  • 14 Jul 2021,
  • Updated 8:12 PM IST
  • 1/8

দেশের ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA) সম্পর্কিত জল্পনার অবসান ঘটল আজ। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • 2/8

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়ল ১১ শতাংশ। এই সিদ্ধান্তের ফলে ফলে মহার্ঘ্য ভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে হল ২৮ শতাংশ।

  • 3/8

গত সপ্তাহেই ক্যাবিনেট সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জয়েন্ট কাউন্সিল মেশিনারি মহার্ঘ্য ভাতার বিষয়ে ছাড়পত্র দেয়। এর পরেই বুধবার মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র সরকার।

  • 4/8

এই মুহূর্তে তিনটি DA এবং DR কিস্তিগুলি প্রাপ্য। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অনুযায়ী, সমস্ত DA এবং DR-এর কিস্তি সেপ্টেম্বরে ঘোষণা করা হবে। সে সময় কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের DA এবং DR ২৮ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে।

  • 5/8

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ১১ শতাংশ বেড়ে ২৮ শতাংশ হয়েছে। কিন্তু ঠিক কত টাকা মাইনে বাড়ছে জানেন! চলুন হাতে মাস মাইনে বাবদ কত নগদ বাড়তে চলেছে, সেই হিসেবটা বুঝে নিন...

  • 6/8

রিপোর্ট অনুযায়ী, সপ্তম বেতন কমিশনে (7th Pay Commission) সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সুবিধা রয়েছে। কেন্দ্রীয় সরকার বেতন স্তর ১৩-র জন্য সারণী পরিবর্তন করা হয়েছে।

  • 7/8

Fitment factor (Pay band এবং grade pay) ২.৫৭ থেকে ২.৬৭-এ একটি নির্দিষ্ট স্তরে পরিবর্তিত হয়েছে এবং বেতনের শ্রেণিবিন্যাসও পরিবর্তন করা হয়েছে।

  • 8/8

এই Fitment factor (Pay band এবং grade pay) হিসাবে যদি কোনও কর্মীর মূল (বেসিক পে) বেতন ১৮,০০০ টাকা হয় তাহলে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) অনুযায়ী ওই কর্মী (১৮,০০০ x ২.৫৭) ৪৬ হাজার ২৬০ টাকা পেতে চলেছেন।

Advertisement
Advertisement