Advertisement

ইউটিলিটি

Chicken Price Drop: রাজ্যজুড়ে কমছে চিকেনের দর; ১০ দিনে কেজিতে ৫০ টাকা পড়ল মাংসের দাম

Aajtak Bangla
  • 03 Apr 2023,
  • Updated 9:50 AM IST
  • 1/8

Chicken Price Drop: ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই পোল্ট্রির মুরগির মাংসের দাম বাড়তে শুরু করে। মার্চের মাঝামাঝি সময়ে কলকাতার বেশ কিছু এলাকায় কাটা মাংসের দাম কিলোতে ২৭০-২৮০ টাকা হয়ে গিয়েছিল।

  • 2/8

তবে ১৫ মার্চের পর থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই ফের পড়তে শুরু করে চিকেনের দর। গত দিন দশেকে কিলোতে প্রায় ৫০-৬০ টাকা সস্তা হয়েছে চিকেন। চলুন জেনে নেওয়া যাক রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে মুরগির মাংসের দাম...

  • 3/8

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত দিন সাতেকে কিলোতে প্রায় ৪০-৪৫ টাকা সস্তা হয়েছে পোল্ট্রির চিকেন।

  • 4/8

বর্তমানে কলকাতায় গোটা মুরগির মাংসের দর প্রতি কিলোতে ১২৬-১৩৪ টাকা, কাটা মাংসের দর ১৯৫-২০০ টাকা কিলো। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় গোটা মুরগির মাংস প্রতি কিলোতে ১১৮-১২৪ টাকা, কাটা চিকেনের দর ১৯০-২০০ টাকা কিলো।

  • 5/8

সোমবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এখন গোটা মুরগির মাংস প্রতি কিলোতে ১১০-১১৭ টাকা আর কাটা ১৮৫-১৯০ টাকা কিলো। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১০৯-১১৬ টাকা আর কাটা মাংসের দর ১৮৫-১৯০ টাকা কিলো।

  • 6/8

হুগলি আর বর্ধমানে গোটা চিকেনের দাম ১১১-১১৮ টাকা আর কাটা মাংসের দর ১৮৫-১৯০ টাকা কিলো। নদিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১১৪-১২০ টাকা আর কাটা মাংসের দাম ১৯০-২০০ টাকা কিলো। বীরভূম-মুর্শিদাবাদে গোটা চিকেনের দাম ১০৬-১১৪ টাকা কিলো আর কাটা মাংসের দাম ১৮০-১৮৫ টাকা কিলো।

  • 7/8

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গোটা চিকেনের দাম ১০০-১০৬ টাকা কিলো আর কাটা মাংস ১৬৫-১৭০ টাকা কিলো। কোচবিহার, জলপাইগুড়িতে গোটা চিকেনের দাম প্রতি কিলোতে ৮৬-৯৯ টাকা আর কাটা ১৪৫-১৬০ টাকা কিলো।

  • 8/8

শিলিগুড়িতে গোটা চিকেনের দাম কিলোতে ৯৬-১০৪ টাকা আর কাটা মাংসের দাম ১৬০-১৬৫ টাকা কিলো। দার্জিলিংয়ে চিকেন গোটা ৯৯-১০৯ টাকা কিলো আর কাটা মাংস ১৭০-১৭৫ টাকা কিলো। আলিপুরদুয়ারে গোটা মুরগির মাংস প্রতি কিলোতে ৮৬-৯২ টাকা আর কাটা মাংস ১৪০-১৪৫ টাকা কিলো।

Advertisement
Advertisement