Advertisement

ইউটিলিটি

PPF Account Rules : PPF নিয়ে বিশাল আপডেট, কালকের মধ্যে এই কাজ না করলে বড় ক্ষতির আশঙ্কা

Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Apr 2023,
  • Updated 6:45 PM IST
  • 1/5

সরকার অনেক সঞ্চয় প্রকল্প পরিচালনা করে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ-ও এই সঞ্চয় স্কিমগুলির মধ্যে একটি। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে, বিনিয়োগকারীরা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন এবং নিজেদের বিনিয়োগে সুদ পেতে পারেন।

  • 2/5

যদি আপনিও পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করে থাকেন, তাহলে একটি বিষয় অবশ্যই জেনে নেওয়া দরকার। নয়তো আপনি ক্ষতির মুখে পড়তে পারেন।

  • 3/5

পিপিএফ অ্যাকাউন্ট (PPF Account)
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্ট থাকা ব্যক্তিদের নিজেদের বিনিয়োগ থেকে সর্বাধিক সুবিধা পেতে ৫ এপ্রিলের মধ্যে ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য অর্থ জমা করতে হবে। এই আর্থিক বছরের জন্য ৫ এপ্রিলের পরে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করা হলে, গ্রাহক পিপিএফ ব্যালেন্সের চেয়ে কম সুদ পাবেন। কারণ পিপিএফ স্কিমের নিয়ম অনুযায়ী মাসের পঞ্চম দিনে এবং মাসের শেষে পিপিএফ অ্যাকাউন্টে সর্বনিম্ন ব্যালেন্সের ভিত্তিতে সুদ গণনা করা হয় (PPF Rate Of Interest)।
 

  • 4/5

পিপিএফ স্কিম
তাই যদি কোনও ব্যক্তি পিপিএফ-এ বিনিয়োগ করে থাকেন তাহলে নিশ্চিত করুন যে ৫ এপ্রিলের মধ্যে টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে। যদি 5 এপ্রিলের মধ্যে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করা হয়, তাহলে সুদ আরও বেশি হবে। এছাড়া, মাসের ভিত্তিতে পিএফ-এ পরিমাণও জমা করা হয়।

  • 5/5

পিপিএফ সুদ
পিপিএফ স্কিমের নিয়মগুলি আরও বলে যে সুদটি মাসিক ভিত্তিতে গণনা করা হয় তবে আর্থিক বছরের শেষে জমা করা হয়। সুতরাং, যদি কোনও ব্যক্তি PPF অ্যাকাউন্টে মাসিক অর্থপ্রদান করেন তবে নিশ্চিত করুন যে উচ্চ সুদ পেতে প্রতি মাসের ৫ তারিখের আগে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে।

আরও পড়ুন - মাত্র ৪১৬ টাকা বিনিয়োগ করেই হতে পারেন কোটিপতি, স্কিমটি জেনে নিন

 

 

Advertisement
Advertisement