Advertisement

ইউটিলিটি

Child Vaccination In Kolkata : ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ, কলকাতায় কোথায় দেওয়া হচ্ছে?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 21 Mar 2022,
  • Updated 1:37 PM IST
  • 1/6

আজ সোমবার রাজ্যে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সিদের করোনা টিকাকরণ (Child Vaccination In West Bengal)। 

  • 2/6

কলকাতায় ৩৭টি জায়গায় দেওয়া হচ্ছে ভ্যাকসিন (Child Vaccination In Kolkata)। এদিন ২১টি স্কুলে ভ্যাকসিন দেওয়া হয়।

  • 3/6

পরবর্তী সময়ে যদি কোনও স্কুল আগ্রহ প্রকাশ করে, তবে সেখানেও টিকাকরণের ব্যবস্থা করা হতে পারে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুনজঙ্গলের সঙ্গীত! দেখুন 'ফরেস্ট মিউজিক ফেস্টিভ্যাল,' কখন-কোথায়?

  • 4/6

এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, 'বাচ্চা ও অভিভাবকদের মধ্যে উৎসাহ আছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ১২ বছরের ঊর্ধ্বে টিকাকরণের কাজ সম্পন্ন করতে। সেই জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।' 

  • 5/6

ভ্যাকসিন দেওয়ার জন্য শুধুমাত্র স্কুলের সার্টিফিকেট বা আধার কার্ড (Aadhar Card) লাগছে বলেই জানান মেয়ের। একইসঙ্গে পুরসভার হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে এই সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া রয়েছে বলেও জানান তিনি।

  • 6/6

প্রসঙ্গত, গত বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের ভ্যাকসিনেশন। তবে এরাজ্যে তা শুরু হতে সময় লাগবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য অধিকর্তা। সেইমতোই এদিন শুরু হল ভ্যাকসিনেশন। 

Advertisement
Advertisement