Advertisement

ইউটিলিটি

মার্চ থেকে শুরু আম জনতার করোনার টিকাকরণ! সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?

সুদীপ দে
  • 25 Feb 2021,
  • Updated 3:02 PM IST
  • 1/9

দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ, স্বাস্থ্যকর্মী আর ফ্রন্ট লাইন ওয়ার্কারদের পর এ বার প্রায় ২৭ কোটি আমজনতার টিকাকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে দেশজুড়ে।

  • 2/9

দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে করোনার দুটি প্রতিষেধক— অক্সফোর্ড-AstraZeneca-র তৈরি Covishield এবং ভারত বায়োটক (Bharat Biotech) ও ICMR-এর যৌথ উদ্যোগে তৈরি Covaxin দেওয়া হচ্ছে দেশের স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, পুরকর্মী, সাফাইকর্মী-সহ সমস্ত ফ্রন্ট লাইন ওয়ার্কারদের।

  • 3/9

আগামী ১ মার্চ থেকে দেশজুড়ে আমজনতার জন্য করোনার গণ টিকাকরণ শুরু হতে চলেছে। এ বার পালা দেশের প্রবীণ নাগরিকদের। 

  • 4/9

কিন্তু জানেন কি করোনার টিকা নেওয়ার জন্য কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 5/9

এখন করোনার টিকা দেওয়া হচ্ছে দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, পুরকর্মী, সাফাইকর্মী, নগরোন্নয়ন দপ্তরের কর্মী-সহ দেশের সামনের সারির করোনা যোদ্ধাদের। এর পর টিকা দেওয়া হবে দেশের প্রবীণ নাগরিকদের যা ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা।

  • 6/9

টিকা নেওয়ার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত করাতে না হলেও বাকিদের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে নিজেরাই নাম নথিভুক্ত করতে পারবেন। CoWin অ্যাপ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে।

  • 7/9

এর জন্য Google Play Store বা Apple App Store থেকে CoWin অ্যাপ নিজের স্মার্টফোনে ইনস্টল করে নিতে হবে।

  • 8/9

টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে। বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে।

  • 9/9

নাম নথিভুক্ত করার পর টিকা দেওয়ার তারিখ, সময় জানিয়ে দেওয়া হবে। টিকা নেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

Advertisement
Advertisement