২০২১ সালের ২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির জেরে কলকাতা বইমেলার দিন-ক্ষণ নিয়ে এখনও স্থির করা হয়নি।
কলকাতা বইমেলার থিম হওয়ার কথা বাংলাদেশ। কিন্তু করোনা বিপর্যয়ের কারণে আন্তর্জাতিক উড়ান বন্ধ। তাই বিদেশি প্রকাশনা সংস্থাগুলির এই বইমেলায় যোগদানের বিষয়ে সমস্যা দেখা দিয়েছে।
বইমেলা শুরু করা যাবে, রাজ্য সরকারের পক্ষ থেকে সে বিষয়ে গিল্ডের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে গিল্ড এ বিষয়ে এখনও স্পষ্ট করে কোনও মতামত জানাতে পারেনি।
কলকাতা বইমেলা কবে থেকে শুরু হচ্ছে, তা জানা না গেলেও রাজ্য সরকার অন্যান্য জেলার বইমেলার দিন-ক্ষণ ঘোষণা করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক বাংলার কোন জেলায়, কবে শুরু হচ্ছে বইমেলা...
দক্ষিণ ২৪ পরগনায় বইমেলা শুরু হচ্ছে ৫ জানুয়ারি থেকে, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। উত্তর ২৪ পরগনায় বইমেলা শুরু হচ্ছে ২০ জানুয়ারি থেকে, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
হাওড়া জেলায় বইমেলা শুরু হচ্ছে ২৬ জানুয়ারি থেকে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। হুগলী জেলায় ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।