Advertisement

ইউটিলিটি

World’s Most Polluted City: বিশ্বের সবচেয়ে দূষিত ১০০ শহরের তালিকায় বাংলার ৩ শহর, নাম নেই কলকাতার!

সুদীপ দে
  • 17 Mar 2021,
  • Updated 3:27 PM IST
  • 1/6

বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকার শীর্ষস্থানে রয়েছে দিল্লির নাম! পরপর ৩ বছর এই তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। বিশ্বের মোট ১০৬টি দেশের ৪,৭০০ শহরকে নিয়ে চালানো IQAir-এর সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

  • 2/6

সদ্য প্রকাশিত সুইস তথ্য গবেষণা সংস্থা IQAir-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৫টিই ভারতের। ওই ৩৫টি নাম বাদ দিয়ে বাকি ৭টি শহর চিনের, ৫টি পাকিস্তানের, দুটি বাংলাদেশের এবং একটি ইন্দোনেশিয়ার।

  • 3/6

পরিসংখ্যান থেকেই স্পষ্ট, বিশ্বের বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরই এশিয়া মহাদেশে অবস্থিত। পরিসংখ্যান বলছে, লকডাউনের পরে বিশ্বে বার্ষিক গড় দূষণের পরিমাণ প্রায় ১১ শতাংশ কমেছে।

  • 4/6

ভারতের সবচেয়ে দূষিত শহর গাজিয়াবাদ। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় এই শহরের নাম রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লি রয়ে দশে।

  • 5/6

বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ভারতের ৩৫টি শহরের নাম থাকলেও বাংলার একটিও শহরের নাম নেই। তালিকার ৫১ নম্বরে রয়েছে শিলিগুড়ির নাম, ৬৪ নম্বরে আসানসোলের নাম আর ৭১-এ রয়েছে হাওড়ার নাম।

  • 6/6

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার পশ্চিমবঙ্গের তিন শহরের নাম থাকলেও প্রথম ১০০-এ নাম নেই কলকাতার! তিলোত্তমার নাম রয়েছে এই তালিকার ১২৯ নম্বরে।

Advertisement
Advertisement