Advertisement

ইউটিলিটি

ধনতেরাসে কেন্দ্রের উদ্যোগে অবিশ্বাস্য দামে মিলছে সোনা কেনার সুযোগ!

Aajtak Bangla
  • 07 Nov 2020,
  • Updated 8:39 PM IST
  • 1/5

কেন্দ্রীয় সরকারের সার্বভৌম স্বর্ণ বন্ড স্কিম ৯ নভেম্বর থেকে ধনতেরাস উপলক্ষে শুরু হতে চলেছে। এই প্রকল্পে আসলে সস্তায় সোনায় বিনিয়োগ করার সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

  • 2/5

ধনতেরাসের উৎসব শুরু হতে চলেছে। এই উপলক্ষে সোনার কেনাকাটাকে শুভ মনে করা হয়। এই কারণেই মানুষ এই দিনটির জন্য অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করেন। এ বার ধনতেরাস উপলক্ষে সস্তায় সোনা কেনার সুযোগ করে দিচ্ছে কেন্দ্র সরকার। কী ভাবে? আসুন জেনে নেওয়া যাক...

  • 3/5

এই প্রকল্পের আওতায় ১ গ্রাম থেকে ৪ কেজি পর্যন্ত স্বর্ণ বন্ড সোনার বাজার দরের তুলনায় কম দামে কেনার সুযোগ পাবেন। এই স্বর্ণ বন্ডের মেয়াদ ৮ বছর। তবে ৫ বছর পর এই স্বর্ণ বন্ডের অর্থ প্রত্যাহারের বিকল্পও পাবেন বিনিয়োগকারীরা।

  • 4/5

রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, এ বার প্রতি স্বর্ণ বন্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,১৭৭ টাকা প্রতি গ্রাম। তবে প্রতিবারের মতো এ বারেও অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের বন্ডের নির্ধারিত দামের উপর প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ, অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের মূল্য হবে প্রতি গ্রামে ৫,১২৭ টাকা।

  • 5/5

এই স্বর্ণ বন্ড কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাঙ্ক, বিএসই, এনএসই ওয়েবসাইট বা ডাকঘর যোগাযোগ করতে হবে। এদের ওয়েবসাইটের মাধ্যমে স্বর্ণ বন্ডে অনলাইনে বিনিয়োগ করা যাবে। এটি অত্যন্ত সুরক্ষিত বিনিয়োগ।

Advertisement
Advertisement