Advertisement

ইউটিলিটি

TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?

সুদীপ দে
  • 05 Jul 2021,
  • Updated 3:59 PM IST
  • 1/10

মে মাসে মোট ১৬ বার বেড়েছিল তেলের দাম। জুনেও ঊর্ধ্বমুখী তেলের দাম। জুন মাসের ৩০ দিনের মধ্যে ১৬ দিনই বেড়েছে তেলের দাম। শেষ ৬০ দিনে ৩৫ বার বাড়ল তেলের দাম।

  • 2/10

ভোপাল, জয়পুর, মোহালি, পটনা, মুম্বই, চেন্নাই-সহ দেশের একাধিক শহরে ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। দিল্লি, কলকাতায় পেট্রোলের দামে সেঞ্চুরি এখন শুধু সময়ের অপেক্ষা। আজ নিয়ে পর পর দু’দিন বেড়েছে তেলের দাম।

  • 3/10

সোমবার দাম বৃদ্ধির পর নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে পেট্রোল-ডিজেলের দর! বিগত দু’মাসে প্রতি লিটারে প্রায় সাড়ে ৮ টাকা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম! আজ নিয়ে পর পর দু’দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।

  • 4/10

এ কথা আমরা প্রায় সকলেই জানি যে, অজানা নেই যে, Petrol, Diesel-এর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল সরকারের চাপানো কর ও শুল্ক। সাধারণ মানুষকে পেট্রোল পাম্প থেকে যে দামে Petrol, Diesel কিনতে হয় তার মধ্যে প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশই হল কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি শুল্ক-কর!

  • 5/10

সোমবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল ৯৯ টাকা ৮৪ পয়সা৷ এর মধ্যে কেন্দ্র-রাজ্যের করের পরিমাণ ৫৬ টাকা ১৬ পয়সা৷ কেন্দ্রের কর ৩২ টাকা ৯০ পয়সা, রাজ্যের কর ১৯ টাকা আর ডিলারের কমিশন ৩ টাকা ৪৬ পয়সা৷

  • 6/10

বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে ৩২ টাকা ৯০ পয়সা ও ডিজেলে ৩১ টাকা ৮০ পয়সা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র সরকার। এর মধ্যে রাজ্য সরকারেও ভাগ রয়েছে। তেলের উপর ধার্য কর এবং সেস-এর মধ্যে রাজ্য সরকার প্রতি লিটার পেট্রোলে পাচ্ছে ১৮ টাকা ৪৬ পয়সা আর ডিজেলে লিটার পিছু পাচ্ছে ১২ টাকা ৫৭ পয়সা।

  • 7/10

মোদী সরকার ২০১৪ সালে যখন প্রথম ক্ষমতায় আসে, তখন পেট্রোলে উৎপাদন শুল্ক ছিল প্রতি লিটারে ৯ টাকা ৪৮ পয়সা আর ডিজেলের ক্ষেত্রে উৎপাদন শুল্ক ছিল ৩ টাকা ৫৬ পয়সা। এখন ওই শুল্ক বেড়ে হয়েছে পেট্রলে ৩২ টাকা ৯০ পয়সা এবং ডিজেলে ৩১.৮০ টাকা।

  • 8/10

তেলের উৎপাদন শুল্কের উপর ডিলার কমিশন জুড়ে যে দাম দাঁড়ায় তার ওপর রাজ্য সরকারের ভ্যাট ও সেস জুড়ে রাজ্য ভিত্তিক দাম স্থির হয়। এই বিপুল পরিমাণ উৎপাদন শুল্কের সঙ্গে কেন্দ্র ও রাজ্যের কর যুক্ত হওয়ার তেলের দাম এখন আকাশছোঁয়া। 

  • 9/10

কেন্দ্র ও রাজ্যের করের বোঝা কিছুটা মুকুব হলে তেলের দাম হয়তো অনেকটাই কমানো যেত। যদিও কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই Petrol, Diesel-এর উৎপাদন শুল্ক হ্রাসের সম্ভাবনা খারিজ করে দিয়েছে।

  • 10/10

তবে বিশ্লেষকরা জানাচ্ছেন, পেট্রোল GST-র আওতায় এলে এর দাম প্রতি লিটারে ৭৫ টাকায় নেমে আসবে। পাশাপাশি GST-র আওতায় এলে ডিজেলের দামও কমে ৬৮ টাকা প্রতি লিটার হয়ে যাবে৷ অর্থাৎ, এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত সস্তা হতে পারে তেলের দাম।

Advertisement
Advertisement