Advertisement

ইউটিলিটি

Durga Puja Metro Timing 2025: সপ্তমী থেকে দশমীতে কখন প্রথম ও শেষ মেট্রো? পুরো টাইমটেবিল রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2025,
  • Updated 1:21 PM IST
  • 1/10

সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ব্লু এবং গ্রিন লাইনে রাতব্যাপী মেট্রো পরিষেবা থাকবে। মেট্রো যাত্রী এবং রাত জেগে ঠাকুর দেখতে প্যান্ডেল হপারদের জন্য সুখবর! দুর্গাপুজোর দিনগুলিতে মেট্রো রেলওয়ে, কলকাতা ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন এবং ইয়েলো লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালাবে। এবারও, ব্লু লাইনে গতবারের মতো বেলায় চালু হবে মেট্রো পরিষেবা। ৬ থেকে ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো।
 

  • 2/10

ব্লু লাইনে পঞ্চমী শনিবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ব্লু লাইনে, মোট ২৬২টি মেট্রো চলবে। ১৩১ চলবে আপে এবং ১৩১টি ডিএন) সকাল ৮:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত পরিচালিত হবে। পিক আওয়ার ফ্রিকোয়েন্সি ৬ থেকে ৭ মিনিট পর্যন্ত লক্ষ্য করা গেছে।
 

  • 3/10

ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)
পঞ্চমী: সকাল ৮টা থেকে রাত ১১টা
ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১টা 
সপ্তমী থেকে নবমী: দুপুর ১টা থেকে ভোর ৪টে 
দশমী: দুপুর ১টা থেকে রাত ১০টা
 

  • 4/10

গ্রিন লাইন (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)
পঞ্চমী: সকাল ৭.৩০ থেকে রাত ১১টা, (ডাউন) সকাল ৭.৪৪ থেকে রাত ১১.১৬
ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১.২৮, (ডাউন) সকাল ৯.০২ থেকে রাত ১১.২০
সপ্তমী থেকে নবমী: দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮
দশমী: দুপুর ১ টা থেকে রাত ১০টা, (ডাউন) দুপুর ১.৩২ থেকে রাত ১০.৩২
 

  • 5/10

ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর)
পঞ্চমী ও ষষ্ঠী: বেলা ৩টে থেকে রাত ১০টা ২৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। ১৫ মিনিটের ব্যবধানে চালানো হবে।
সপ্তমী থেকে নবমী: বেলা ৩টে থেকে রাত ১০টা ৫০ পর্যন্ত চলবে।
দশমী: দশমীতে মেট্রো পরিষেবা শুরু হবে এই একই সময়ে। তবে রাতের শেষ মেট্রো চলবে আপে রাত ৯টা ও ডাউনে ৯টা ২০ পর্যন্ত। 
 

  • 6/10

পার্পল লাইন (জোকা-মাঝেরহাট)
পার্পল লাইনে, ৩৮টি মেট্রো পরিষেবা (১৯টি ইউপি এবং ১৯টি ডিএন) প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ৫৫ পর্যন্ত চলবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ২৫ মিনিটের ব্যবধানে চলবে।
 

  • 7/10

অরেঞ্জ লাইনে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কোনও মেট্রো পরিষেবা মিলবে না। তার আগে পর্যন্ত চলবে।
 

  • 8/10

যাত্রী, দর্শনার্থী এবং ভ্রমণকারীদের বুকিং কাউন্টারে ভিড় এড়াতে 'AAMAR KOLKATA METRO' অ্যাপের মাধ্যমে স্মার্ট কার্ড অথবা ট্যুরিস্ট স্মার্ট কার্ড কিনতে অথবা টিকিট বুক করতে অনুরোধ করেছে মেট্রো রেল। মেট্রো স্টেশনে পৌঁছানোর আগে QR বেসড মোবাইল টিকিট কেনা যাবে।
 

  • 9/10

কিছু মেট্রো স্টেশনে হ্যান্ড হেল্ড টার্মিনাল থেকে কাগজের QR টিকিটও থাকবে। মেট্রো ট্যুরিস্ট স্মার্ট কার্ডগুলিতে ৩ থেকে ৫ দিনের জন্য আনলিমিটেড ঘোরার সুবিধা থাকে। যাতে বুকিং কাউন্টার এড়িয়ে আরামে ভ্রমণ করতে পারেন মেট্রো যাত্রীরা। এর ফলে তাদের মূল্যবান সময় এবং অর্থ সাশ্রয় করতে পারেন। যেহেতু ব্যস্ত সময়ে ব্লু লাইন এবং গ্রিন লাইনে ৬, ৭ এবং ৮ মিনিটের ব্যবধানে যাত্রীদের জন্য প্রচুর পরিষেবা থাকবে। 
 

  • 10/10

মেট্রো রেল যাত্রীদের অনুরোধ করছে যাত্রীরা ট্রেনে অতিরিক্ত ভিড় করবেন না বা দরজা আটকানোর চেষ্টা করবেন না।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement