লোকাল ট্রেনের ‘লাইভ লোকেশন’ সঠিক ভাবে জানাতে পারে, এমন অ্যাপ নিত্যযাত্রীদের সত্যিই খুব প্রয়োজন। যদিও এই প্রয়োজন মেটাতে ‘Where is your train’ নামে একটি অ্যাপ রয়েছে অনেকের কাছেই, তবে ট্রেনের ‘লাইভ লোকেশন’ সংক্রান্ত তথ্য তাতে সব সময় সঠিক ভাবে মেলে না।
লোকাল ট্রেনের ‘লাইভ লোকেশন’ সঠিক ভাবে জানাতে GPS প্রযুক্তি নির্ভর নতুন অ্যাপ চালু করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। এটি রেলের নিজস্ব অ্যাপ। নাম ‘Sealdah Suburban Tracking System’।
কোন প্লাটফর্ম থেকে কোন ট্রেন কখন ছাড়বে সেই তথ্য আগেও জানা যেত। তবে এখন ট্রেনের ‘লাইভ লোকেশন’ বা ট্রেনের অবস্থান নিখুঁত ভাবে জানতে পারবেন যাত্রীরা।
যদি কোনও ট্রেন বাতিল হয় বা কোনও ট্রেনের গন্তব্য কোনও কারণে পরিবর্তিত হয়, তাহলে সেই সংক্রান্ত নোটিফিকেশন যাত্রীদের কাছে আগাম পাঠাবে এই অ্যাপ।
এই ‘Sealdah Suburban Tracking System’ অ্যাপের পরিষেবা শুরু হয়েছে দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহ থেকে। রেল সূত্রে জানানো হয়েছে, পরে তা ধাপে ধাপে অন্যান্য শাখাতেও চালু করা হবে।
গত দেড় বছরে করোনা অতিমারীর কারণে ট্রেনের পরিষেবা অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ ছিল। যাত্রী সংখ্যাও ছিল সীমিত। এই সুযোগকে কাজে লাগিয়ে শিয়ালদহ শাখার সব EMU এবং MEMU রেক-এ GPS Tracker বসিয়ে নিয়েছে রেল। ফলে ট্রেনের ‘লাইভ লোকেশন’ নিখুঁত ভাবে জানাতে এই অ্যাপ আনা সম্ভব হয়েছে।
অনেক সময়েই স্টেশনের ভিড় আর কোলাহলে ট্রেনের ঘোষণা শুনতে পান না যাত্রীরা। ঘোষণার মুহূর্তে স্টেশনে না থাকার কারণেও ট্রেন বাতিল বা কোনও ট্রেনের প্ল্যাটফর্মের পরিবর্তন সংক্রান্ত ঘোষণা শোনা হয় না। এই ‘Sealdah Suburban Tracking System’ অ্যাপ মোবাইলে থাকলে নিত্যযাত্রীদের স্টেশনের ঘোষণা শোনার জন্য আর অপেক্ষা করতে হবে না।