Advertisement

ইউটিলিটি

SPECIAL TRAIN: আজ থেকে চালু হচ্ছে হাওড়া থেকে আজিমগঞ্জগামী নতুন ট্রেন!

সুদীপ দে
  • কলকাতা,
  • 30 Mar 2021,
  • Updated 12:41 PM IST
  • 1/9

৩০ মার্চ, মঙ্গলবার থেকে আর একটি নতুন ট্রেন চালু করছে পূর্ব রেল (Eastern Railway)। এই ট্রেনটি চলবে হাওড়া ও আজিমগঞ্জের মধ্যে।

  • 2/9

হাওড়া থেকে আজিমগঞ্জের মধ্যে চলা এই স্পেশাল ট্রেনটি সপ্তাহের ৭ দিনই চলবে। আজ রাত ১০টা ৪৪ মিনিটে হাওড়া থেকে ছাড়বে আজিমগঞ্জগামী এই নতুন ট্রেনটি।

  • 3/9

হাওড়া-আজিমগঞ্জ সংযোগকারী এই ট্রেনটি প্রতিদিন রাত ১০টা ৪৪ মিনিটে হাওড়া থেকে ছাড়বে, আজিমগঞ্জ পৌঁছাবে পরদিন ভোর ৪টে ২০ মিনিটে।

  • 4/9

ডাউন হাওড়া-আজিমগঞ্জ ট্রেনটি সকাল ৭টা ৫৫ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছাবে দুপুর ১টা ৫৫ মিনিটে।

  • 5/9

নিজের যাত্রাপথে হাওড়া-আজিমগঞ্জগামী এই স্পেশাল ট্রেনটি ব্যান্ডেল, আহমেদপুর, বর্ধমান, সাঁইথিয়া, নলহাটি, বোলপুর-শান্তিনিকেতন, রামপুরহাট, মোরগ্রাম আর সাগরদিঘিতে থামবে।

  • 6/9

হাওড়া-আজিমগঞ্জগামী এই স্পেশাল ট্রেনের টিকিটের বুকিংও শুরু হয়ে গিয়েছে। অনলাইনের পাশাপাশি রেল স্টেশনের কাউন্টারে গিয়েও এই টিকিট কাটা যাবে।

  • 7/9

তৎকাল কোটাতেও টিকিট মিলবে। হাওড়া-আজিমগঞ্জগামী এই স্পেশাল ট্রেনের ভাড়া সাধারণ মেল বা এক্সপ্রেস ট্রেনের মতোই।

  • 8/9

এর আগে গত ২২ মার্চ আর একটি নতুন ট্রেন শিয়ালদ শাখায় চালু করেছে পূর্ব রেল (Eastern Railway)। ওই ট্রেনটি আসানসোল-শিয়ালদহের মধ্যে সপ্তাহে ৬ দিন (রবিবার বাদে) যাতায়াত করবে।

  • 9/9

আসানসোল-শিয়ালদহগামী ওই স্পেশাল ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে আসানসোল ছেড়ে এই ট্রেন সকাল ১০টা ৪৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। আবার বিকেলে ৫টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে এই ট্রেন আসানসোলে পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে।

Advertisement
Advertisement