Advertisement

ইউটিলিটি

আজ থেকে চালু হল আসানসোল থেকে শিয়ালদহগামী SPECIAL TRAIN!

সুদীপ দে
  • কলকাতা,
  • 22 Mar 2021,
  • Updated 1:52 PM IST
  • 1/6

২২ মার্চ, সোমবার সকাল থেকে বাংলায় নতুন ট্রেন চালু করল পূর্ব রেল (Eastern Railway)। আজ থেকে শুরু হল আসানসোল-শিয়ালদহগামী একটি নতুন ট্রেনের পরিষেবা।

  • 2/6

রবিবার ছাড়া সোম থেকে শনি— সপ্তাহের বাকি ৬ দিনই চলবে আসানসোল-শিয়ালদহগামী স্পেশাল ট্রেনটি।

  • 3/6

সকাল ৬টা ৪৫ মিনিটে আসানসোল ছেড়ে এই ট্রেন সকাল ১০টা ৪৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। আবার বিকেলে ৫টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে এই ট্রেন আসানসোলে পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে।

  • 4/6

আসানসোল-শিয়ালদহগামী স্পেশাল ট্রেনটি সপ্তাহে ৬ দিন নিজের যাত্রাপথে দুর্গাপুর, বর্ধমান, রানিগঞ্জ, অন্ডাল, নৈহাটি, ব্যান্ডেল আর ব্যারাকপুর স্টেশনে থামবে।

  • 5/6

অনলাইনের পাশাপাশি রেল স্টেশনের কাউন্টারে গিয়েও এই টিকিট কাটা যাবে। তৎকাল কোটায় টিকিট মিলবে। এর ভাড়া সাধারণ মেল বা এক্সপ্রেস ট্রেনের মতোই।

  • 6/6

আসানসোল-শিয়ালদহগামী স্পেশাল ট্রেনটি ছাড়া আরও একটি নতুন ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল (Eastern Railway)। ওই ট্রেনটি চালু হচ্ছে আগামী ৩০ মার্চ থেকে। হাওড়া-আজিমগঞ্জগামী এই স্পেশাল ট্রেনটি সপ্তাহের ৭ দিনই চলবে।

Advertisement
Advertisement