Advertisement

ইউটিলিটি

Aadhaar-Voter Card Link: লোকসভায় পাশ নির্বাচনী সংস্কার বিল, Aadhaar-Voter card লিঙ্কের প্রস্তুতি শুরু!

Aajtak Bangla
  • 20 Dec 2021,
  • Updated 7:17 PM IST
  • 1/7

আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার পর এবার ভোটার কার্ডের সঙ্গে Aadhaar লিঙ্কের পালা। সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের প্রস্তাবিত নির্বাচনী সংস্কার বিলটি পাশ হয়ে গেল।

  • 2/7

ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে, ভুয়ো ভোটার রুখতে নির্বাচন কমিশনের সুপারিশ মেনে বুধবার এই সংক্রান্ত সংস্কারের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই বিলের খসড়ায় বলা হয়েছিল, ভোটার তালিকায় নকল ও জাল ভোট ঠেকাতে ভোটার কার্ড ও তালিকা আধার কার্ডের সঙ্গে যুক্ত করা হবে। 

  • 3/7

এই বিল অনুযায়ী, সামরিক ভোটারদের জন্য নির্বাচনী আইন লিঙ্গ নিরপেক্ষ করা হবে। বর্তমান নির্বাচনী আইনের বিধান অনুসারে, একজন সেনাকর্মীর স্ত্রী সামরিক ভোটার হিসাবে নিবন্ধন করার যোগ্য তবে একজন মহিলা সেনাকর্মীর স্বামী যোগ্য নন।

  • 4/7

এই বিল অনুযায়ী, ভোটার আইডি কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার বিধান দেওয়া হয়েছে। তবে এখন এটি ঐচ্ছিক করা হবে। অর্থাৎ, দেশের জনগণ চাইলে Aadhaar-এর সঙ্গে Voter card লিঙ্ক করাবেন, না চাইলে করাবেন না।

  • 5/7

এছাড়াও বিলটি পাস হওয়ায় বছরে ৪ বার ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ তৈরি হল ভারতীয় নাগরিকদের জন্য। এর আগে পর্যন্ত বছরে একবারই এই সুযোগ পাওয়া যেত।

  • 6/7

এছাড়াও, বিলে জওয়ানদের পরিবারের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধানও করা হয়েছে। সোমবার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের তরফে এই সংস্কারমূলক প্রস্তবগুলি পেশ করা হয়। বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যেই এই বিল আজ পাশ হয়ে যায়।

  • 7/7

নির্বাচন কমিশনের প্রস্তবগুলির উপর ভিত্তি করে লোক প্রতিনিধিত্ব আইন ১৯৫০ এবং লোক প্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর উপবন্ধ সংশোধনের প্রস্তাব এনেছিল কেন্দ্র। অনলাইনে ভোটার-তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল দু’বছর আগেই। এবার আধারের সঙ্গে ভোটার কার্ড যোগ করার অনুমতিও দেওয়া হবে।

Advertisement
Advertisement