Advertisement

ইউটিলিটি

Full PF Withdrawal: PF এর টাকা ১০০% তোলা যাবে, তবে মিনিমাম ব্যালেন্সের কী হবে? জেনে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2025,
  • Updated 9:59 AM IST
  • 1/9

দেশের সরকারি ও বেসরকারি কর্মচারীদের সুখবর দিল Employees' Provident Fund Organization বা EPFO। এ বার থেকে PF-এ জমা থাকা টাকার মিনিমাম ব্যালেন্স বাদ দিয়ে সমস্তটাই তোলা যাবে বলে জানিয়েছে তারা।

  • 2/9

এই নতুন উইথড্রল নিয়মে অনুমোদন দিয়েছে Central Board of Trustees (CBT)। এছাড়া বোর্ডের পক্ষ থেকে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে টাকা তোলার নিয়মকে সহজ করার লক্ষ্যে।
 

  • 3/9

এই মিটিংয়ে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ড্যবীয়, ইপিএফও-এর কমিশনার রমেশ কৃষ্ণমূর্তী সহ অন্যান্যরা। সেখানে ঠিক হয়, এখন থেকে EPFO গ্রাহকরা ন্যূনতম ব্যালেন্স বাদ দিয়ে সমস্ত টাকা তুলতে পারবেন। 
 

  • 4/9

এক্ষেত্রে সংস্থার জমা দেওয়া টাকা এবং নিজের মজুত দেওয়া টাকার সমস্তটাই তোলা যাবে।

  • 5/9

তবে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে ২৫ শতাংশ। আর ৭৫ শতাংশ তোলা যাবে।
 

  • 6/9

আগের নিয়ম ছিল একটু আলাদা। আগে শুধুমাত্র অবসরের সময় পুরো টাকা তোলা যেত। আর চাকরি হারিয়ে ফেললে প্রথমে ৭৫ শতাংশ টাকা। আবার ২ মাস পর বাকি ২৫ শতাংশ টাকা তোলা যেত।
 

  • 7/9

বর্তমানে আগের নিয়ম উঠিয়ে দেওয়া হল। এখন যে কেউ চাইলেই ২৫ শতাংশ মিনিমাম ব্যালেন্স রেখে বাকি টাকা তুলে নিতে পারেন। কোনও বাধা রইল না।
 

  • 8/9

যেই ২৫ শতাংশ টাকা পড়ে থাকবে, সেটাতেও মিলবে ৮.২৫ শতাংশ হারে সুদ। 

  • 9/9

এছাড়াও পড়াশোনার জন্য ১০ বার এবং বিয়ের জন্য ৫ বার পিএফ-এর টাকা তোলা যাবে, এমনটাই নতুন নিয়মে বলা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও মিলল ভালো খবর।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement