দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দরও! ইতিমধ্যেই মধ্যপ্রদেশের ভোপালে, রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায়, জয়পুরে আর মুম্বইয়ে ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম।
মে মাসে মোট ১৬ বার বেড়েছে তেলের দাম। জুনেও ঊর্ধ্বমুখী তেলের দাম! জুন মাসের পয়সা তারিখেও বেড়েছে পেট্রোল-ডিজেলের দর। তার পরই পর পর দু’দিন অপরিবর্তিত রইল তেলের দাম।
এই সপ্তাহের প্রথম দু’দিন দাম বৃদ্ধির পর নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে পেট্রোল-ডিজেলের দর! তবে তার পরের দু’দিন থমকেছে পেট্রোল-ডিজেলের দর। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ৪৯ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৫ টাকা ৩৮ পয়সা।
মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০০ টাকা ৭২ পয়সা আর ডিজেলের দাম ৯২ টাকা ৬৯ পয়সা।
চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯৫ টাকা ৯৯ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ১২ পয়সা।
বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪ টাকা ৫০ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৮ টাকা ২৩ পয়সা।
এই চার মহানগর ছাড়াও বৃহস্পতিবার ভোপালে আজ এক লিটার পেট্রোলের দাম ১০২ টাকা ৬১ পয়সা আর ডিজেলের দাম ৯৩ টাকা ৮৯ পয়সা প্রতি লিটার।
বেঙ্গালুরুতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৭ টাকা ৬৪ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ৫১ পয়সা প্রতি লিটার।
জয়পুরে বৃহস্পতিবার পেট্রোল প্রতি লিটারে ১০১ টাকা ০২ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪ টাকা ১৯ পয়সা।