Advertisement

ইউটিলিটি

Bank Holidays: ফেব্রুয়ারিতে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? জেনে নিন তারিখগুলি

Aajtak Bangla
  • 02 Feb 2021,
  • Updated 12:25 PM IST
  • 1/7

ব্যাঙ্কের ছুটির দিনগুলো আগে থেকে জানা থাকলে ব্যাঙ্কের জরুরি কাজ সেরে নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা সেরে নেওয়া যায়। ব্যাঙ্ক বন্ধের দিনগুলিতে ATM, মোবাইল এবং নেট ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকলেও ব্যাঙ্কের শাখাগুলি থেকে কোনও পরিষেবা পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, চলুন জেনে নেওয়া যাক...

  • 2/7

রিজার্ভ ব্যাঙ্কের হিসেব অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন প্রান্তে মোট ১০দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়।

  • 3/7

ফেব্রুয়ারিতে ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে এই তালিকায়।

  • 4/7

রিজার্ভ ব্যাঙ্কের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারিরা ফেব্রুয়ারিতে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি ছাড়াও আরও একটি ছুটি পাবেন।

  • 5/7

চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি ছাড়া ১২ ফেব্রুয়ারি সিকিমে লোসার বা সোনাম লোচ্চারের ছুটি, ১৫ ফেব্রুয়ারি মণিপুরে লুই-এনগাই-লি-এর ছুটি, ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ওডিশায় সরস্বতী পুজোর ছুটি, ১৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজী জয়ন্তী, ২০ ফেব্রুয়ারি মিজোরামে মিজোরাম দিবসের ছুটি আর ২৬ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে মহম্মদ হজরত আলির জন্মদিবসের ছুটি।

  • 6/7

সুতরাং, পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারিরা ফেব্রুয়ারিতে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি ছাড়া শুধু সরস্বতী পুজোর ছুটি পাচ্ছেন।

  • 7/7

তাই ব্যাঙ্কের যাবতীয় জরুরি কাজ সেরে ফেলতে চাইলে খেয়াল রাখুন ফেব্রুয়ারি মাসের ৭, ১৩, ১৪, ২১, ২৭ আর ২৮ তারিখ এ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advertisement
Advertisement