Advertisement

ইউটিলিটি

Investment On Gold: এখন সোনায় বিনিয়োগ করলে ৫ বছরে দ্বিগুণ হতে পারে মূলধন!

Aajtak Bangla
  • 10 Aug 2021,
  • Updated 4:51 PM IST
  • 1/8

আপনি কি সোনায় বিনিয়োগের কথা ভাবছেন? তাহলে এটাই সোনায় বিনিয়োগের সেরা সময়! কারণ, কারণ, এক বছরে প্রতি ১০ গ্রামে প্রায় ৮০০০ টাকা দাম পড়েছে সোনার! ২০২০ সালের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার টাকার উপর যা এখন গ্রামে ৪৮ হাজার টাকার নিচে নেমে এসেছে।

  • 2/8

বিশিষ্ট্য তহবিল ব্যবস্থাপক (fund manager) দিয়েগো পারিলার (Diego Parrilla) মতে, আগামী ৩ থেকে ৫ বছরে দ্বিগুণ হতে পারে সোনার দাম! তাহলে এখন কি সোনায় বিনিয়োগ করা উচিত! জেনে নিন...

  • 3/8

২০১৬ সালে দিয়েগো প্যারিলা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, পরবর্তী পাঁচ বছরে সোনা রেকর্ড উচ্চতায় পৌঁছাবে। তার সে সময়ের অনুমান পরবর্তিকালে একেবারে নির্ভুল হিসাবে প্রমানিত হয়েছিল। সোনার দাম নিয়ে তাঁর এ বারের ভবিষ্যদ্বাণীকেও তাই গুরুত্ব দিয়ে বিচার করছে গোটা বিশ্ব।

  • 4/8

গতকাল থেকে পঞ্চম কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে সাবস্ক্রিপশনের সুযোগ রয়েছে। অর্থাৎ, বাজার দরের চেয়ে অনেকটাই সস্তায় সোনা কেনার সুযোগ রয়েছে আপনার কাছে। একইসঙ্গে এই বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!

  • 5/8

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পরিচালিত এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে আগামী ১৩ আগস্ট পর্যন্তই বিনিয়োগ করা যাবে। পঞ্চম কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৭,৯০০ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ, ১ গ্রাম সোমার দাম পড়ছে ৪,৭৯০ টাকা।

  • 6/8

অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের দাম আরও কম। প্রতিবারের মতো এ বারেও অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের বন্ডের নির্ধারিত দামের উপর প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ, অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের মূল্য হবে প্রতি গ্রামে ৪,৭৪০ টাকা।

  • 7/8

সস্তায় সোনা কেনার পাশাপাশি এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে মিলবে ২.৫ শতাংশের নিশ্চিত রিটার্ন! এই বন্ড ৮ বছর পর ম্যাচিওর হয়। অর্থাৎ, ৮ বছর পর এর থেকে টাকা পাওয়া যেতে পারে। তবে ৫ বছর পরেও এর থেকে টাকা তোলা যেতে পারে।

  • 8/8

অর্থাৎ, এই মুহূর্তে সবচেয়ে সস্তায় সোনা কেনার সুযোগ রয়েছে আপনার কাছে। ২০১৬ সালের মতো এ বারেও সোনার দাম বৃদ্ধি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন দিয়েগো প্যারিলা। তাঁর ভবিষ্যদ্বাণী বা হিসাব যদি আগের বারের মতোই মিলে যায়, সে ক্ষেত্রে সোনায় বিনিয়োগ করে দ্বিগুণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে!

Advertisement
Advertisement