Advertisement

ইউটিলিটি

Aadhaar-UAN Link: এখনও আধারের সঙ্গে UAN লিঙ্ক করেননি? জমা পড়বে না PF-এর টাকা!

Aajtak Bangla
  • 07 Jun 2021,
  • Updated 1:50 PM IST
  • 1/9

নতুন নিয়ম কার্যকর হয়ে ১ জুন থেকেই। তা সত্ত্বেও যাঁদের আধারের সঙ্গে UAN লিঙ্ক করা হয়নি, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারী সংস্থার ভাগের টাকা জমা পড়বে না। নয়া নিয়মে নিয়োগ কর্তাকে কর্মীর Provident Fund অ্যাকাউন্ট Aadhaar ভেরিফাই করানোর নির্দেশ দিয়েছে EPFO।

  • 2/9

২০২০ সালের 'সোশ্যাল সিকিউরিটি কোড'-এর ১৪২ ধারা অনুযায়ী, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করেছে EPFO। নতুন নিয়মে Provident Fund কর্মীর আধারের সঙ্গে যুক্ত না হলে বা UAN নম্বর Aadhaar ভেরিফায়েড না হলে ECR জমা দেওয়া হবে না। অর্থাৎ, কর্মীরা প্রভিডেন্ট ফান্ডে নিজেদের জমাকৃত টাকা পেলেও নিয়োগকর্তার ভাগের টাকা পাবেন না।

  • 3/9

ইতিমধ্যেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তার সদস্যদের কাছে মেসেজ পাঠিয়ে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে। এখনও যাঁদের UAN নম্বর Aadhaar ভেরিফায়েড নয়, তাঁদের অবিলম্বে এই কাজটি সেরে ফেলতে হবে। কী ভাবে Aadhaar আর UAN লিঙ্ক করতে হবে? জেনে নিন ২টি উপায়...

  • 4/9

UMANG অ্যাপ ব্যাবহার করুন: UMANG অ্যাপের সাহায্যে Aadhaar আর UAN লিঙ্ক করার সুবিধা বহুদিন ধরেই চালু রয়েছে। এই UMANG অ্যাপের সাহায্যে খুব সহজেই Aadhaar আর UAN লিঙ্ক করা সম্ভব।

  • 5/9

UMANG অ্যাপে সবার আগে UAN নাম্বার ইনপুট করতে হবে। UAN রেজিস্ট্রেশান মোবাইল নাম্বারে একটি OTP আসবে। ওই OTP দেওয়ার পরে Aadhaar নম্বর ইনপুট করতে হবে।

  • 6/9

Aadhaar-এর সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বারে এবং ইমেলে একটি OTP পাঠানো হবে। ওই OTP UMANG অ্যাপের নির্দিষ্ট অংশে ইনপুট করলেই Aadhaar আর UAN লিঙ্ক হয়ে যাবে। আরও একটি পদ্ধতিতে Aadhaar আর UAN লিঙ্ক করা সম্ভব। এর জন্য EPFO-র E-KYC পোর্টালে যেতে হবে। চলুন এই পদ্ধতিটিও জেনে নেওয়া যাক...

  • 7/9

EPFO-র E-KYC পোর্টালে যান: সবার আগে https: //iwu.epfindia.gov.in/eKYC/-এই পোর্টালে যান। এখানে EPFO আর মেম্বারে আপনাদের লিঙ্ক UAN Aadhaar অপশনে ক্লিক করতে হবে।

  • 8/9

পোর্টালের নির্দিষ্ট অংশে নিজের UAN দিন। UAN-এর সঙ্গে রেজিস্ট্রাড মোবাইল নাম্বারে একটি OTP আসবে। OTP ভেরিফিকেশানের পরে পোর্টালের নির্দিষ্ট অংশে Aadhaar ডিটেল ইনপুট করতে হবে।

  • 9/9

এর পরে Aadhaar ভেরিফিকেশান মেথডে ক্লিক করে OTP ভেরিফিকেশানে ক্লিক করুন। নিজের রেজিস্ট্রাড মোবাইল নাম্বারে OTP-তে ক্লিক করুন। এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর ইমেলে একটি OTP আসবে। এই OTP পোর্টালের নির্দিষ্ট অংশে ইনপুট করলেই Aadhaar আর UAN লিঙ্ক হয়ে যাবে। এখানে Aadhaar UAN লিঙ্কে ক্লিক করুন আর UAN আর Aadhaar ডিটেল দেখে নিন।

Advertisement
Advertisement