Advertisement

ইউটিলিটি

Gold and Silver Price Today: টানা ৭ দিন ঊর্ধ্বমুখী সোনার দর; বড়সড় পতন রুপোর দামে!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2021,
  • Updated 5:34 PM IST
  • 1/9

এপ্রিলের প্রথম তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর মাসের শেষে দেশজুড়ে বাড়ন্ত করোনা সংক্রমণের ধাক্কায় ক্রমশ পড়তে থাকে সোনা, রুপোর দর। তবে দিন দশেকের অস্থিরতা পেরিয়ে মে মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী এই দুই ধাতুর দর!

  • 2/9

গত ১৪ মে থেকে লাগাতার ঊর্ধ্বমুখী সোনার দাম। ইতিমধ্যেই ১০ গ্রামে প্রায় ১,০০০ টাকা বেড়ে গিয়েছে সোনার দর। এ দিকে পর পর দু’দিনে কেজিতে ১,৭০০ টাকা পড়ল রুপোর দর। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনা, রুপোর দাম...

  • 3/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৬৬৯ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৪,৬৮৫ টাকা।

  • 4/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ৬৯০ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৮৫০ টাকা।

  • 5/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫,০৩১ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৫,০৪৭ টাকা।

  • 6/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গত ৩০ এপ্রিল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫০ হাজার ৩১০ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৫০ হাজার ৪৭০ টাকা।

  • 7/9

এপ্রিলের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল রুপোর দর! এপ্রিলে রুপোর দাম কেজিতে প্রায় ৪ হাজার টাকা বেড়েছিল। তবে মাসের শেষ সপ্তাহে লাগাতার পতনের জেরে বেশ কিছুটা কমেছিল ১ কেজি রুপোর বাটের দাম।

  • 8/9

লাগাতার দামের ওঠা-পড়ার অস্থিরতা পেরিয়ে মে মাসে এখনও পর্যন্ত ১ কেজি রুপোর বাটের দাম ৪,৮০০ টাকা বেড়েছে। ৩০ এপ্রিল ১ কেজি রুপোর বাটের দাম ছিল ৬৭ হাজার ৫০০ টাকা।

  • 9/9

মে মাসের বেশির ভাগ সময় ঊর্ধ্বমুখী ছিল রুপোর দর! তবে বুধবার কেজিতে ১,০০০ টাকা কমার পর আজ আরও ৭০০ টাকা কমেছে রুপোর দাম। বৃহস্পতিবার ১ কেজি রুপোর বাটের দাম দাঁড়িয়েছে ৭২ হাজার ৩০০ টাকা।

Advertisement
Advertisement