Advertisement

ইউটিলিটি

Gold and Silver Price Today: অনেকটাই সস্তা হল সোনা, প্রায় ২,০০০ টাকা পড়ল রুপোর দামও!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2021,
  • Updated 5:02 PM IST
  • 1/9

সোনা, রুপোর দামে অস্থিরতা এ সপ্তাহেও অব্যাহত! বিগত ১০ দিনে সোনা, রুপোর দামে তেমন একটা উত্থান চোখে পড়েনি।

  • 2/9

এই সপ্তাহের সোমবার থেকে আজ পর্যন্ত সোনার দাম বেশ কিছুটা কমলেও বাড়েনি সে ভাবে। বিগত ১০ দিনে সোনার দামে লাগাতার পতনের মাঝে শুধুমাত্র তিন দিন সামান্য বেড়েছিল সোনার দাম!

  • 3/9

সোনার মতো রুপোর দামও ক্রমশ নিম্নমুখী! বিগত ১০ দিনে ১ কেজি রুপোর বাটের দাম পড়েছে ৪,৬০০ টাকা। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনা, রুপোর দাম...

  • 4/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৪২০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪,৩৯৫ টাকা।

  • 5/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৪ হাজার ২০০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪৩ হাজার ৯৫০ টাকা।

  • 6/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৬৯২ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪,৬৬৭ টাকা।

  • 7/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ৯২০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪৬ হাজার ৬৭০ টাকা।

  • 8/9

এ সপ্তাহের প্রথম দিন কেজিতে ১,০০০ টাকা বেড়েছিল রুপোর দর। তবে মঙ্গলবারেই তার প্রায় দ্বিগুণ কমলো রুপোর দর! বিগত ১০ দিনে ১ কেজি রুপোর বাটের দাম পড়েছে ৪,৬০০ টাকা।

  • 9/9

এই সপ্তাহের প্রথম দুই দিনের হিসাবে কেজিতে ৮০০ টাকা কমেছে রুপোর দর। মঙ্গলবার কেজিতে ১,৮০০ টাকা কমেছে রুপোর দাম। আজ ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ৬৩ হাজার ৯০০ টাকা।

Advertisement
Advertisement