Advertisement

ইউটিলিটি

LPG সিলিন্ডারে ভর্তুকি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! জেনে নিন

Aajtak Bangla
  • 28 Nov 2020,
  • Updated 12:09 PM IST
  • 1/6

ভর্তুকি প্রশ্ন

সরকার, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Bharat Petroleum Corpotration Limited/BPCL) এর অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে। এই পরিস্থিতিতে BPCL LPG গ্যাস ব্যবহার করেন এরকম এক কোটির বেশি গ্রাহকের মনে ভর্তুকি নিয়ে প্রশ্ন ছিল। এই প্রশ্ন সম্পর্কে কেন্দ্রীয় সরকার একটি ব্যাখ্যা জারি করেছে।
 

  • 2/6

গ্যাসের ভর্তুকি অব্যাহত থাকবে 


পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, "BPCL-র বেসরকারীকরণের পরেও গ্রাহকেরা LPG ভর্তুকি পেতে থাকবে। LPG-তে দেওয়া অনুদান সরাসরি কোনও ভোক্তাকে দেওয়া হয়, কোনও সংস্থাকে নয়। সুতরাং LPG বিক্রয়কারী সংস্থার মালিকানা ভর্তুকিতে কোনও প্রভাব ফেলবে না। "

  • 3/6

১২ টি LPG সিলিন্ডার


 সরকার প্রতিটি গ্রাহককে প্রতি বছর ভর্তুকি হারে সর্বোচ্চ ১২ টি LPG সিলিন্ডার দেয় ১৪.২ কেজি গ্যাসসহ)। এই ভর্তুকি, সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়।

  • 4/6

 গ্রাহকেরা ভর্তুকি পায় 


গ্রাহকেরা ডিলারের কাছ থেকে বাজার মূল্যে LPG কিনে পরে ভর্তুকিটি তাঁদের অ্যাকাউন্টে আসে। সরকার তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation/IOC), বিপিসিএল (Bharat Petroleum Corpotration Limited/BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ( Hindustan Petroleum Corporation Limited/ HPCL)-এর গ্রাহকদের ভর্তুকি দেয়।
 

  • 5/6

সরকার পুরো অংশীদারিত্ব বিক্রি করছে


একই সঙ্গে, সরকার BPCL-এ পুরো ৫৩ শতাংশ অংশীদারিত্ব, পরিচালনা নিয়ন্ত্রণের সহ বিক্রয় করছে। সংস্থার নতুন মালিক, ভারতের পরিশোধন ক্ষমতার ১৫.৩৩ শতাংশ এবং জ্বালানির বাজারের ২২ শতাংশ পাবেন। দেশের মোট ২৮.৫ কোটি LPG গ্রাহকের মধ্যে ৭.৩ কোটি গ্রাহক BPCL-র অন্তর্ভুক্ত।
 

  • 6/6

গ্রাহকদের কী হবে

BPCL গ্রাহকেরা কয়েক বছর পর IOC এবং HPCL-এ স্থানান্তরিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত তেমন কোনও প্রস্তাব নেই। তিনি আরও বলেন, "আমরা যখন সরাসরি উপভোক্তাদের জন্যে ভর্তুকি প্রদান করি, তখন মালিকানা পাওয়া যায় না। "

Advertisement
Advertisement