Advertisement

ইউটিলিটি

PNB-তে ১ ডিসেম্বর থেকে টাকা তোলায় লাগবে OTP, জেনে নিন নিয়ম

Aajtak Bangla
Aajtak Bangla
  • 28 Nov 2020,
  • Updated 4:58 PM IST
  • 1/5

আপনি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহক? তাহলে এই খবরটি আপনার জন্য। আগামী ১ ডিসেম্বর থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন আনছে ব্যাঙ্ক। কর্তৃপক্ষের মতে নয়া নিয়ম আরও বেশি সুরক্ষিত। 

  • 2/5

আগামী ১ ডিসেম্বর থেকে টাকা তোলার ক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি (OTP) ভিত্তিক ব্যবস্থা আনছে পিএনবি। এক্ষেত্রে ১০ হাজরের বেশি টাকা তোলার ক্ষেত্রে থাকছে ওটিপির ব্যবস্থা। 

 

 

 

  • 3/5

নয়া এই নিয়মটি ১ ডিসেম্বর রাত ৮ টা থেকে চালু হচ্ছে। প্রযোজ্য থাকবে পরদিন সকাল ৮ টা পর্যন্ত। অর্থাত পিএনবি গ্রাহকদের ১০ হাজারের বেশি টাকা তোলার জন্য লাগবে ওটিপি। তাই গ্রাহকরা অবশ্যই মোবাইল সঙ্গে রাখবেন।

  • 4/5

যেহেতু ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ইতিমধ্যেই পিএনবির সঙ্গে মিলিত হয়েছে তাই এই ওটিপি ভিত্তিক সুবিধা এই ২টি ব্যাঙ্কের গ্রাহক এবং এটিএমগুলিতেও প্রযোজ্য হবে।

  • 5/5

এর আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও (SBI) এটিএমে ওটিপি ব্যবস্থা চালু করে। গত সেপ্টেম্বর মাস থেকে ১০ হাজারের বেশি টাকা তোলার ক্ষেত্রে এই পরিষেবা সর্বক্ষণের জন্য চালু করা হয়। 

 

 

 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement