আমজনতাকে বিরাট স্বস্তি দিয়ে উৎসবের মুখে GST রেট কমিয়ে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। GST রিফর্ম করে ৪টির বদলে ২টি স্ল্যাবে (৫ এবং ১৮%) নামিয়ে আনা হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে একাধিক নিত্যব্যবহার্য জিনিসের দাম কমতে চলেছে। এতে রয়েছে হেঁশেলে ব্যবহৃত একাধিক জরুরি দ্রব্য। যেমন দুধ, পনির, টুথপেস্ট, শ্যাম্পু, নোনতা খাবার, বিস্কুট থেকে শুরু করে জামাকাপড়ও।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী GST স্ল্যাবে বদলে এনে উল্লেখ করেছিলেন, এতে আমজনতার পাশাপাশি লাভ হবে কৃষক এবং ছোট ব্যবসায়ীদেরও। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 'যে কোনও সাধারণ মানুষের ঘরে থাকা টিভি, ফ্রিজ, এসি, পাওয়ারব্যাঙ্ক, মোবাইল, চার্জার, কুলারে ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। এতে এই জিনিসগুলির দাম কমবে।'
খাদ্য, বস্ত্র এবং বাসস্থান সুরক্ষিত করতেই সরকারের এই পদক্ষেপ বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী ২২ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার পরদিন দেবীপক্ষ থেকেই এই দাম কার্যকর হবে। তারপর থেকে তেল শ্যাম্পু সাবা থেকে শুরু করে জামাকাপড়, জুতো, নোনতা, বিস্কুট সমস্তই সবচেয়ে সস্তা হবে।
সরকার তেল এবং শ্যাম্পুতে GST ১৮% থেকে কমিয়ে ৫% করে দিয়েছে। আগে শ্যাম্পুর ১০০ টাকা বেস প্রাইজে ১৮%-এর হিসেবে ১৮ টাকা GST দিতে হত। এখন দিতে হবে কেবল ৫ টাকা। অর্থাৎ যে শ্যাম্পুটি ১১৮ টাকায় পাওয়া যেত সেটি এখন পাওয়া যাবে ১০৫ টাকায়। তেল এবং সাবানেও এমনই হিসেব হবে।
সরকার GST স্ল্যাব কমানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস করেছে নিত্যব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। এই তালিকায় রয়েছে নোনতা এবং বিস্কুটও। যেগুলির GST ১৮ এবং ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। ৫ টাকার নোনতায় ১২% ট্যাক্সের হিসেবে ৬০ পয়সা GST লাগু ছিল। যাতে এবার ২৫ পয়সা ট্যাক্স ধার্য হবে। এভাবেই বিস্কুট ১৮ থেকে ৫% GST স্ল্যাবে রাখা হয়েছে। অর্থাৎ ৫ টাকার বিস্কুটে GST ছিল ৯০ পয়সা এবং তা হবে ২৫ পয়সা।
দুধ, পনির খাওয়া সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন। সরকার এই দ্রব্যগুলিতে GST রেট ১২ থেকে কমিয়ে ০% করে দিয়েছে। অর্থাৎ এই দ্রব্যগুলি এবার শূন্য GST-র আওতায়। বাজারদর হিসেবে ৭৫ টাকার ২৫০ গ্রাম পনির কিনলে দাম ৯ টাকা কমবে। দিতে হবে ৬৬ টাকা।
ডেয়ারি প্রোডাক্টের অন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে মাখন এবং ঘিও সস্তা হয়ে গিয়েছে। এগুলির উপর থেকে GST কমিয়ে ৫% করা হয়েছে। অর্থাৎ ৮০০ টাকা বেস প্রাইজের ঘি প্রতি কিলো ১২% GST-তে ৮৯৬ টাকা পড়ত। এবার GST হবে ৪০ টাকা এবং ঘি পাওয়া যাবে ৮৪০ টাকায়। একই ভাবে আধ কিলো মাখন পাওয়া যেত ২৩০ টাকায়। ২০ টাকা সস্তা হবে সেটি।
খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে পিৎজা ব্রেডও। বড় স্বস্তি দিয়ে এটিকেও GST মুক্ত করা হয়েছে। এতদিন এতে ৫% GST লাগু ছিল। যা শূন্য করে দেওয়া হয়েছে। ৫০ টাকার ব্রেজ এবার ২ টাকা ৭৫ পয়সা সস্তা হয়ে গেল।
চকোলেট এবং মিষ্টি উৎসবের মুখে ঘরে ঘরে কেনা হবে। সরকার তাতেও ফোকাস করেছে এভং ১৮% থেকে কমিয়ে এগুলিতে ৫% GST করা হয়েছে। ৫০ টাকার চকোলেট এবার ৪৪ টাকায় পাওয়া যাবে। ৪০০ টাকা প্রতি কিলো লাড্ডু বা অন্য মিষ্টিতে ৭২ টাকা কমবে কর। লাগবে কেবল ২০ টাকা। অর্থাৎ এক কিলোতে ৫২ টাকা খরচ বাঁচবে।
পুজো শপিংয়ে জামাকাপড়ের উপর GST কম হওয়ায় লাভবান হবেন হাজার হাজার মানুষ। সরকার ঘোষণা করেছে এবার থেকে ২ হাজার ৫০০ টাকা দামের কম দামি সমস্ত জামাকাপড়, শাড়ি, শার্ট, ট্রাউজার, রেডিমেড পোশাকে ৫% GST লাগু হবে। অর্থাৎ ২ হাজার টাকার জামাকাপড় কিনলে ১৪০ টাকা বাঁচবে।
২ হাজার ৫০০ টাকার কমের জুতোতেও GST ১২% থেকে কম করে ৫% করা হয়েছে। ২ হাজার টাকার জুতো কিনলে আগে ২৪০ টাকার GST লাগত। এখন ৫% স্ল্যাবের হিসেবে লাগবে মাত্র ১০০ টাকা। অর্থাৎ ১৪০ টাকার ফায়দা হবে।
লেখাপড়া সংক্রান্ত সরঞ্জামেও কমানো হয়েছে GST। নোটবুক, পেন্সিল, ইরেজার, শার্পনার সহ একাধিক জিনিসের উপর শূন্য GST লাগু হবে।
প্রতি ঘরেই এসি, টিভি থেকে শুরু করে ওয়াটার হিটার প্রয়োজনীয় বস্তু। সেগুলিও এবার সস্তা হতে চলেছে। এসিতে ২৮% থেকে ১৮% GST চালু করা হয়েছে। ডিশওয়াশার, টিভি, মনিটর, প্রোজেক্টরে ট্যাক্স স্ল্যাব বদল হয়েছে। সোলার কুকার, ওয়াটার হিটারে ট্য়াক্স ধার্য হবে ৫%।