Advertisement

ইউটিলিটি

পুজোর মুখে কতটা সস্তা হচ্ছে AC, TV? জানুন নয়া দাম

Aajtak Bangla
Aajtak Bangla
  • 08 Sep 2025,
  • Updated 4:03 PM IST
  • 1/10


২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গোৎসব। তারপর ১৮ অক্টোবর রয়েছে দিওয়ালি। উৎসবের এই মরশুম শুরুর আগেই GST-তে বড়সড় পরিবর্তন এনেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীকে উপহারের কথা বলেছিলেন। সেই উপহারই তিনি দিলেন নিত্যব্যবহার্য জিনিসের দাম কমিয়ে। 

  • 2/10


GST কমার ফলে নতুন দাম ধার্য হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। প্রতিদিনের ব্যবহারের একাধিক জিনিসের দাম কমতে চলেছে দেবীপক্ষ শুরু হতেই। 

  • 3/10

এক্সপার্টরা জানাচ্ছেন, GST কমার ফলে উৎসবের মুখে শিপিংয়ের ঝোঁকও বাড়বে। সস্তায় পাওয়া যাবে AC, TV-র মতো ইলেকট্রনিক আইটেম। ফ্রিজও হবে দারুণ সস্তা। 

  • 4/10

কতটা সস্তায় মিলবে AC? দেখা যাচ্ছে, AC-তে GST ২৮% থেকে কমিয়ে ১৮% করা হচ্ছে। এবার যদি কোনও AC-র বেস প্রাইজ ৩০ হাজার টাকা হয় তবে এতদিন দাম পড়ত, ৩০ হাজারX ১.২৮= ৩৮ হাজার ৪০০ টাকা। এবার নতুন দাম হবে ৩০ হাজারX ১.১৮= ৩৫ হাজার ৪০০ টাকা। অর্থাৎ ৩ হাজার টাকা বাঁচবে। 

  • 5/10

দেড় টনের AC-র বেস প্রাইজ ৪০ হাজার টাকা হলে এতদিন দাম পড়চ ৫১ হাজার ২০০ টাকা। এবার দাম হবে ৪৭ হাজার ২০০ টাকা। অর্থাৎ ৪ হাজার টাকা দাম কমবে। ২ টনের AC-র বেস প্রাইজ ৫০ হাজার হলে এতদিন দাম পড়ত ৬৪ হাজার টাকা। এবার পড়বে ৫৯ হাজার টাকা। অর্থাৎ ৫ হাজার টাকা দাম কমবে। 
 

  • 6/10

AC-র পাশাপাশি TV-তে এতদিন ছিল ২৮% GST। যা এবার মিলবে ১৮%-এ। যদি কোনও TV-র বেস প্রাইজ ১০ হাজার টাকা হয়। ২৮% GST-তে এতদিন তা পড়ত ১০ হাজারX ১.২৮= ১২ হাজার ৮০০ টাকা। নতুন দাম পড়বে, ১০ হাজারX ১.১৮= ১১ হাজার ৮০০ টাকা। অর্থাৎ বাঁচবে ১ হাজার টাকা। 

  • 7/10

নয়াদিল্লিতে আয়োজিত GST কাউন্সিলের ৫৬ তম বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। GST ট্যাক্স স্ল্যাবে বিরাট বদল করা হয়। এর ফলে স্মার্ট TV, AC-র মতোই ডিশওয়াশার সস্তায় পাওয়া যাবে। আগামী ২২ সেপ্টেম্বর, দেবীপক্ষের দিন থেকেই কার্যকর হবে এই নয়া GST স্ল্যাব। এতদিন পর্যন্ত ইলেকট্রমিক আইটেমে ১৮% GST লাগু ছিল। 

  • 8/10

ডিশওয়াশার মেশিনের ব্যবহার করা হয় এঁটো বাসন ধোয়ার জন্য। এই মেশিনগুলি গৃহস্থালী থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁতেও ব্যবহার করা হয়। ডিশওয়াশার মেশিনে ১৮% GST লাগু হবে। কোনও ডিশওয়াশারের বেস প্রাইজ ১০ হাজার টাকা হলে আগে পড়ত ১০ হাজারX১.২৮=১২ হাজার ৮০০ টাকা। এখন পড়বে ১০ হাজারX১.১৮= ১১ হাজার ৮০০ টাকা। ১ হাজার টাকা বাঁচবে। 
 

  • 9/10


GST স্ল্যাবে বদল আনার ফলে মনিটর এবং প্রোজেক্টরের দামেও পরিবর্তন আসবে। এখনও পর্যন্ত এগুলির উপর লাগু ছিল ২৮% GST। এবার থেকে তা ১৮% স্ল্যাবে নিয়ে আসা হল। অত্যন্ত ফায়দা হবে যুব সম্প্রদায় এবং কন্টেন্ট ক্রিয়েটারদের। 

  • 10/10

পুজোর মুখে দেশের আমজনতাকে বিরাট স্বস্তি দিয়েছে GST স্ল্যাবের পরিবর্তন। ছোট ব্যবসায়ী থেকে কৃষক পর্যন্ত,  সকলেই লাভবান হবেন এই সিদ্ধান্তে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement