করোনার জোরে এখন মোটামুটি সমস্ত স্কুল, কলেজেই অনলাইন ক্লাসে পঠনপাঠন চলছে। কিন্তু সকল ছাত্রছাত্রীদের কাছে স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটার না থাকায় অনলাইন ক্লাসে থাকতে পারছেন না অনেকেই।
এই অসুবিধার কথা মাথায় রেখে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৫০ হাজার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার!
পশ্চিমবঙ্গে ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াই রাজ্য সরকারের দেওয়া এই ১০,০০০ টাকা পাবে।
কিন্তু টাকা না হয় সরকার দিচ্ছে, কিন্তু ওই টাকায় কোন স্মার্টফোন কেনা যায়! চলুন দেখে নেওয়া যাক ৭ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন। এর মধ্যেই যে কোনও একটি অনলাইন ক্লাসের জন্য কিনে নেওয়া যেতেই পারে...
Redmi 9A: ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ৫.৫৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, Helio G25 Octacore প্রসেসর, ৫,০০০ mAh ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ এই ফোনের দাম ৬,৭৯৯ টাকা।
Redmi 7A: ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ৫.৪৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 439 প্রসেসর, ৪,০০০ mAh ব্যাটারি, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ এই ফোনের দাম ৬,৯৯৯ টাকা।
Samsung Galaxy M01 core: ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ৫.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, Quad-Core Media Tech 6739 প্রসেসর, ৩,০০০ mAh ব্যাটারি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ এই ফোনের দাম ৬,৪৯৯ টাকা।
Realme C2: ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ৬.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, Octa-core MediaTek Helio P22 প্রসেসর, ৪,০০০ mAh ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ এই ফোনের দাম ৬,৯৯৯ টাকা।
Nokia 5.1 Plus: ৩ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ৫.৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, Media Tech Helio P60 প্রসেসর, ৩,০৬০ mAh ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ এই ফোনের দাম ৬,৯৯৯ টাকা।