Advertisement

ইউটিলিটি

আপনার বাড়ি তৈরিতে লক্ষাধিক টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র, জানেন তো?

সুদীপ দে
  • 10 Dec 2020,
  • Updated 3:31 PM IST
  • 1/6

দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষের নিজের বাড়ি তৈরির স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বাড়ি তৈরির ক্ষেত্রে কেন্দ্র তরফে ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাচ্ছে!

  • 2/6

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৩১ মার্চ, ২০২১ সাল পর্যন্ত ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম’-এ এই ভর্তুকি পাওয়া যাবে। এই ভর্তুকি পাওয়ার জন্য কোথায় আবেদন জানাতে হবে জানেন? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 3/6

প্রধানমন্ত্রী আবাস যোজনার ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম’-এ ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে কতগুলি শর্ত রয়েছে। ইকোনমিকালি উইকার সেকশনে (EWS) আবদনের জন্য আবেদনকারীর বার্ষিক আয় ৩ লক্ষের কম হওয়া চাই। লোয়ার ইনকাম গ্রুপে (LIG) আবদনের জন্য আবেদনকারীর বার্ষিক আয় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে হওয়া চাই। মিডল ইনকাম গ্রুপে (MIGs) আবদনের জন্য আবেদনকারীর বার্ষিক আয় ৬ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে হওয়া চাই। এই সমস্ত ক্ষেত্রে ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সীমা ২০ বছর।

  • 4/6

প্রধানমন্ত্রী আবাস যোজনা-র সুবিধা পেতে হলে প্রথমে PMAY অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/-এ লগ ইন করে সঠিক বিভাগ বা ক্যাটেগরি বেছে নেওয়া পর আবেদনকারীর আধার নম্বর আর নাম লিখতে হবে। এর পর আবেদনকারীর ঠিকানা, পরিবারের সদস্য ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে।

  • 5/6

গৃহ ঋণে ভর্তুর্কির জন্য আবেদন করতে হলে এর পর ধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্টেক হোল্ডারদের বিভাগে ক্লিক করতে হবে। এর পর প্রথম বিকল্প আইএইএ / বেনিফিশিয়ারিতে ক্লিক করে রেজিস্টেশন নম্বর দিতে হবে।

  • 6/6

যদি রেজিস্টেশন নম্বর না থাকে তবে “Advance Search” অপশনে ক্লিক করতে হবে। এখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে স্কিমের প্রকার বেছে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

Advertisement
Advertisement