দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষের নিজের বাড়ি তৈরির স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বাড়ি তৈরির ক্ষেত্রে কেন্দ্র তরফে ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাচ্ছে!
কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৩১ মার্চ, ২০২১ সাল পর্যন্ত ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম’-এ এই ভর্তুকি পাওয়া যাবে। এই ভর্তুকি পাওয়ার জন্য কোথায় আবেদন জানাতে হবে জানেন? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
প্রধানমন্ত্রী আবাস যোজনার ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম’-এ ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে কতগুলি শর্ত রয়েছে। ইকোনমিকালি উইকার সেকশনে (EWS) আবদনের জন্য আবেদনকারীর বার্ষিক আয় ৩ লক্ষের কম হওয়া চাই। লোয়ার ইনকাম গ্রুপে (LIG) আবদনের জন্য আবেদনকারীর বার্ষিক আয় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে হওয়া চাই। মিডল ইনকাম গ্রুপে (MIGs) আবদনের জন্য আবেদনকারীর বার্ষিক আয় ৬ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে হওয়া চাই। এই সমস্ত ক্ষেত্রে ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সীমা ২০ বছর।
প্রধানমন্ত্রী আবাস যোজনা-র সুবিধা পেতে হলে প্রথমে PMAY অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/-এ লগ ইন করে সঠিক বিভাগ বা ক্যাটেগরি বেছে নেওয়া পর আবেদনকারীর আধার নম্বর আর নাম লিখতে হবে। এর পর আবেদনকারীর ঠিকানা, পরিবারের সদস্য ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে।
গৃহ ঋণে ভর্তুর্কির জন্য আবেদন করতে হলে এর পর ধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্টেক হোল্ডারদের বিভাগে ক্লিক করতে হবে। এর পর প্রথম বিকল্প আইএইএ / বেনিফিশিয়ারিতে ক্লিক করে রেজিস্টেশন নম্বর দিতে হবে।
যদি রেজিস্টেশন নম্বর না থাকে তবে “Advance Search” অপশনে ক্লিক করতে হবে। এখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে স্কিমের প্রকার বেছে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।