Advertisement

ইউটিলিটি

Mobile Sim: আপনার পরিচয়পত্রে অন্য কেউ Mobile Sim তুলছে না তো! দেখে নিন

Aajtak Bangla
  • 13 Aug 2021,
  • Updated 11:06 AM IST
  • 1/7

আজকাল ভুয়ো মোবাইল নম্বরের সাহায্যে অসংখ্য জালিয়াতির ঘটনা ঘটে চলেছে। ভুয়ো নথিপত্র দিয়ে Mobile Sim তুলে সেটিকে নানা অপরাধমূল কাজে ব্যবহার করছে দুষ্কৃতিরা। আপনার অজান্তেই হয়তো আপনারই পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল নম্বর তুলছে জালিয়াতরা।

  • 2/7

আপনি যানেন, আপনার সব মিলিয়ে মোট দু’টি বা তিনটি মোবাইল নম্বর রয়েছে। কিন্তু খোঁজ নিলে হয়তো দেখা যাবে আপনার নামে অন্তত ৫টি মোবাইল নম্বর সক্রিয় রয়েছে! অন্য দু’টি নম্বরের কথা আপনি জানতেনই না!

  • 3/7

আপনার পরিচয়পত্রে অন্য কেউ মোবাইলের সিম তুলেছে কী না জানবেন কী করে? কী ভাবেই বা আপনার নামে অবৈধ ভাবে সক্রিয় থাকা মোবাইল নম্বর বন্ধ করবেন? জেনে নিন সবিস্তারে...

  • 4/7

মোবাইল নম্বর বা Mobile Sim নিয়ে এই ধরনের জালিয়াতি রুখতে ইতিমধ্যেই ব্যবস্থা করেছেন সরকার। আপনার পরিচয়পত্রে অন্য কেউ মোবাইলের সিম তুলেছে কী না, তা জানতে প্রথমেই ক্লিক করতে হবে https://www.tafcop.dgtelecom.gov.in এই ওয়েবসাইটে।

  • 5/7

এই ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে আপনার মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশনের জন্য আবেদন করুন। মোবাইল নম্বরে OTP ভেরিফিকেশন হয়ে গেলে আপনার পরিচয়পত্রে মোট কতগুলি মোবাইল নম্বর বা Mobile Sim সক্রিয় রয়েছে, তা দেখা যাবে।

  • 6/7

এবার যে মোবাইল নম্বরগুলি আপনি ব্যবহার করেন না, সেগুলি বেছে নিয়ে রিপোর্ট অপশনে ক্লিক করুন। এর পর টেলি কমিউনিকেশন দফতর থেকে অভিযোগ (টিকিট আইডি) ইস্যু করা হবে।

  • 7/7

টেলি কমিউনিকেশন দফতরের নিয়ম অনুযায়ী, বর্তমানে কোনও ব্যক্তি তাঁর পরিচয়পত্রের মাধ্যমে সর্বোচ্চ ৯টি মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন বা মোবাইলের সিম তুলতে পারেন। আপাতত তেলেঙ্গনা আর অন্ধ্রপ্রদেশের মোবাইল গ্রাহকরাই উল্লেখিত সুবিধা পাচ্ছেন।

Advertisement
Advertisement