Advertisement

ইউটিলিটি

LPG Price Hike: ২৯ দিনে ১২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম! দেশের কোথায় কতয় মিলছে LPG?

সুদীপ দে
  • 01 Mar 2021,
  • Updated 12:42 PM IST
  • 1/9

পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী। তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে নাজেহাল মধ্যবিত্তের জীবন। ৫০ টাকা দাম বাড়ার পর দু’সপ্তাহও কাটতে না কাটতেই ২৫ ফেব্রুয়ারি থেকে ২৫ টাকা বেড়েছিল রান্নার গ্যাস-সিলিন্ডারের দাম। আজ ফের ২৫ টাকা বাড়ল LPG-র দাম।

  • 2/9

গত ডিসেম্বর মাসে ১০০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। জানুয়ারি মাসে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে ফেব্রুয়ারিতে তিন বারে মোট ১০০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম।

  • 3/9

ফেব্রুয়ারিতে মোট ১০০ টাকা বেড়েছিল ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম। মার্চের শুরুতেই এক লাফে আরও ২৫ টাকা ফের বাড়ল ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম। সব মিলিয়ে বিগত ২৯ দিনে ১২৫ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম! চলুন জেনে নেওয়া যাক দেশের কোথায় আজ কত যাচ্ছে ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম...

  • 4/9

দেশের রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম ৮১৯ টাকা। ভুবনেশ্বর আর কলকাতায় ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা।

  • 5/9

দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮১৯ টাকা, চেন্নাইতে এই দাম ৮৩৫ টাকা।

  • 6/9

গুরুগ্রামে (গুরগাঁও) ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম ৮২৮ টাকা আর নয়ডায় ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮১৭ টাকা।

  • 7/9

বেঙ্গালুরুতে ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮২২ টাকা, চণ্ডীগড়ে এই দাম ৮২৮ টাকা ৫০ পয়সা।

  • 8/9

হায়দরাবাদে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম ৮৭১ টাকা ৫০ পয়সা। জয়পুরে ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮২৩ টাকা।

  • 9/9

লখনউতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম ৮৫৭ টাকা আর পটনায় ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮৯২ টাকা ৫০ পয়সা।

Advertisement
Advertisement