Advertisement

ইউটিলিটি

Bong Guy ও Laughtersane হতে চান? শিখুন Youtube Monetization টেকনিক

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2025,
  • Updated 3:04 PM IST
  • 1/11

আপনি কি জানেন ইউটিউব ভিডিও থেকেও কোটি কোটি টাকা আয় করা যায়, হ্যাঁ! এটা একদম ঠিক যে ভিডিও তৈরি করা এবং সেগুলি ইউটিউবে আপলোড করা আজকের সময়ে আয়ের একটি ভাল পদ্ধতি হয়ে উঠেছে।
 

  • 2/11

একটু ক্রিয়েটিভ মাইন্ডের হলেই আপনিও ইউটিউব থেকে টাকা কামাতে সফল হবেন। YouTube থেকে অর্থ উপার্জন করার জন্য প্রথমে আপনাকে ইউটিউবে নিজের চ্যানেল তৈরি করতে হবে। চ্যানেল বানানোর পর টাকা আয় করার মাধ্যমে আপনাকে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে।
 

  • 3/11

বিজ্ঞাপনের মাধ্যমে
ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওর শুরু হওয়ার আগে, পরে এবং মাঝে দেখানো বিজ্ঞাপনগুলির মাধ্যমে আপনি আয় করতে পারেন।
 

  • 4/11

চ্যানেল মেম্বারশিপ
টাকা খরচ করে আপনার চ্যানেলের মেম্বারশিপ নিলে সেখান থেকে আপনি টাকা পাবেন।

  • 5/11

মার্চ শেল্ফ
আপনার ফ্যানরা আপনার ভিডিওতে দেখানো ব্র্যান্ডের প্রোডাক্টগুলি কিনলে আপনি টাকা আয় করতে পারবেন।

  • 6/11

সুপার চ্যাট এবং সুপার স্টিকার
আপনার ভিডিও দেখার সময় দর্শকরা এক-বার ব্যবহার করা মজাদার অ্যানিমেশন কিনতে পারবেন। এছাড়াও তারা কমেন্ট সেকশনে নিজেদের কাস্টমাইজড কমেন্ট পোস্ট করতে পারবে। এর মাধ্যমেও আজকাল আয় করা যাচ্ছে।
 

  • 7/11

ইউটিউব প্রিমিয়ার
যখন YouTube Premium মেম্বাররা আপনার ভিডিও দেখেন তখন সাবস্ক্রিপশনের কিছুটা অংশ আপনি পাবেন।

  • 8/11

তবে এক্ষেত্রে ইউটিউবের কিছু শর্ত রয়েছে। যার মধ্যে প্রথমেই হল আপনার ইউটিউব চ্য়ানেলের সাবস্ক্রাইবাপ ১০০০ বা তার বেশি থাকতে হবে। 

  • 9/11

ইউটিউব চ্যানেলে অবশ্যই চার হাজার ঘণ্টার ভিউ থাকতে হবে। এই ২টি শর্ত এক বছরের মধ্যে করতে হবে। 
 

  • 10/11

এর পাশাপাশি ৩ মাসে ইউটিউব শর্টসে ১০ লক্ষ ভিউ আবশ্যক। আপনার চ্যানেলে যেকোনো ধরনের কপিরাইট বা কমিউনিটি স্ট্যান্ডার্ড স্ট্রাইক যেন না থাকে।
 

  • 11/11

আপনার চ্যানেলে যেন ইউটিউব শর্তাবলী লঙ্ঘন না করা হয়।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement