Advertisement

ইউটিলিটি

Mail vs Express vs Superfast Train: মেল, এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেনের মধ্যে কী পার্থক্য? ৯৯% মানুষের অজানা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Oct 2025,
  • Updated 1:19 PM IST
  • 1/6

এশিয়ার বৃহত্তম রেল পরিষেবার মধ্যে অন্যতম ভারতীয় রেল। প্রতিদিন ভারতীয় রেলে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনেও হাজার হাজার মানুষ যাতায়াত করে। দূরপাল্লার ট্রেনে চড়লেও অনেকেরই মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেন এবং সুপারফাস্ট ট্রেনের মধ্যে ফারাকটা অজানা। এই তিনটে ট্রেনের মধ্যে পার্থক্যটা কী জেনে নিন।
 

  • 2/6

ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, যে ট্রেন ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ছোটে, তাকে বলা হয় মেল-এক্সপ্রেস ট্রেন। যেমন- দার্জিলিং মেল, পঞ্জাব মেল, মুম্বই মেল, কালকা মেল ইত্যাদি।
 

  • 3/6

এক্সপ্রেস ট্রেনের গতিবেগ হয় প্রতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। এই ট্রেনের নামকরণ হয় কোন-ও শহর, জায়গা বা কোন-ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নামে। যেমন- দূরন্ত এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, গরিবরথ এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস ইত্যাদি।
 

  • 4/6

সুপারফাস্ট এক্সপ্রেস কোনও ট্রেনের আপ এবং ডাউন উভয় দিকের গতি ব্রডগেজে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং মাঝারি লাইনে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছোটে তাকে সুপারফাস্ট এক্সপ্রেস বলা হয়। এই ট্রেনের ভাড়া এক্সপ্রেস ট্রেনের থেকে বেশি হয়। এর গতি এক্সপ্রেস ট্রেন ও মেল-এক্সপ্রেস ট্রেনের থেকে বেশি।
 

  • 5/6

ভারতে এমন কিছু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন রয়েছে যার গড় গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। এই ধরনের ট্রেনে কম সংখ্যক স্টপেজ থাকে, যে কারণে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। ফলে সুপারফাস্ট ট্রেনের ভাড়া এক্সপ্রেস ট্রেন ও মেল এক্সপ্রেস ট্রেনের থেকে বেশি হয়।
 

  • 6/6

সুপারফাস্ট ট্রেন অনেকটা সময় বাঁচায়, এছাড়া অন্য নানান পরিষেবাও রয়েছে। সুপারফাস্ট ট্রেনে ন্যূনতম দূরত্বের চার্জ, ন্যূনতম সাধারণ ভাড়া, রিজার্ভেশন চার্জ, সুপারফাস্ট চার্জ এবং জিএসটি দিতে হয়। যে কারণে টিকিটের ভাড়া বেশি হয়।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement