Advertisement

ইউটিলিটি

Laptop Hanging: বারবার হ্যাং করে ল্যাপটপ, কম্পিউটার? এই টেকনিকে চলবে মাখনের মতো

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2025,
  • Updated 3:46 PM IST
  • 1/9

ল্যাপটপ, কম্পিউটার হ্যাং করার সমস্যা নিয়ে অনেকেই নাজেহাল। তাঁরা এতে কোনও কাজই ঠিকঠাক করতে পারেন না। কিছু করতে গেলেই স্ক্রিন ফ্রিজ করে যায়।

  • 2/9

এমন পরিস্থিতিতে মাথা গরম হওয়া স্বাভাবিক। তবে সেটা না করে চেষ্টা করুন শান্ত থাকার। কারণ, কয়েকটি সহজ উপায়েই যে ল্যাপটপ বা কম্পিউটার হ্যাং হওয়ার সমস্যা থেকে পেতে পারেন মুক্তি।

  • 3/9

এমন পরিস্থিতিতে প্রথমে টাস্ক ম্যানেজার খুলে ফেলতে হবে। এক্ষেত্রে Ctrl+Alt+Delete বা Ctrl+Shift+Esc প্রেস করুন। তাতে টাস্ক ম্যানেজার খুলে যাবে।

  • 4/9

এরপর সেখানে অপ্রয়োজনীয় ব্র্যাকগ্রাউন্ড অ্যাপগুলিকে স্টপ করে দিন। তাতেই দেখবেন ল্যাপটপ বা কম্পিউটার ভাল চলবে।

  • 5/9

অনেক ক্ষেত্রে অজান্তেই ল্যাপটপে একাধিক অ্যাপ ব্র্যাকগ্রাউন্ডে চলে। যদিও সেই সমস্যারও সহজ সমাধান করা যেতে পারে ফোর্স রিস্টার্টের মাধ্যমে।

  • 6/9

এক্ষেত্রে পাওয়ার বাটনটা ৫ থেকে ১০ সেকেন্ডের জন্য প্রেস করে রাখুন। তাহলেই দেখবেন ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। এরপর আবার গ্যাজেটটি অন করে নিন। দেখবেন দারুণভাবে চলবে অ্যাপটি।

  • 7/9

আপনি যে অ্যাপটি ব্যবহার করছেন, সেটা আপডেট না করলেও ক্র্যাশ করতে পারে। তাই অ্যাপটি আপডেট করে নিন।

  • 8/9

উইন্ডোজ আপডেটও করতে হবে নিয়মিত। তাহলেই সিকিউরিটির সমস্যা হবে না। পাশাপাশি ল্যাপটপ ঠিক ঠাক চলবে।

  • 9/9

পরিশেষে বলি, অনেক সময় ল্যাপটপ বা কম্পিউটারের ব়্যাম বা হার্ড ডিস্ক ঠিকমতো কাজ করে না। ফলে গ্যাজেটটি হ্যাং করে। তাই এমন পরিস্থিতিতে সেগুলি বদলে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Advertisement
Advertisement