সোমবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ICSE বোর্ডের পরীক্ষার সূচি। পাঁচ রাজ্যের ভোটের সূচি ঘোষণার দিন তিনেকের মধ্যেই সোমবার সন্ধ্যায় দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করল ICSE বোর্ড।
বিধানসভা নির্বাচন আর করোনা মহামারির জেরে এ বারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গিয়েছে জুন মাসে। ভাইরাসের সংক্রমণ এড়াতে সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।
দশম শ্রেণির লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ৫ মে আর শেষ হবে ৭ জুন। ICSE বোর্ডের দশম শ্রেণির লিখিত পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে। পরীক্ষার হলে প্রশ্নপত্র দেওয়া হবে ১০টা ৪৫ মিনিটে। প্রথম পরীক্ষা ইংরেজির প্রথম পত্র।
৬ মে, এনভায়রনমেন্টাল সাইন্স (দ্বিতীয় গ্রুপ, ইলেক্টিভ)। ৮ মে, শিল্পকলা (আর্ট) প্রথম পত্র (ষ্টিল লাইফ), এই পরীক্ষাটি শুরু হবে সকাল ৯টায়, পরীক্ষার সময় ৩ ঘণ্টা। ১০ মে, ইংরেজির দ্বিতীয় পত্র। ১২ মে, ইতিহাস ও সিভিক্স – এইচসিজি প্রথম পত্র।
১৩ মে, অর্থনীতি (দ্বিতীয় গ্রুপ, ইলেক্টিভ)। ১৫ মে, শিল্পকলা (আর্ট) দ্বিতীয় পত্র (প্রাকৃতিক চিত্রাঙ্কন), এই পরীক্ষাটি শুরু হবে সকাল ৯টায়, পরীক্ষার সময় ৩ ঘণ্টা। ১৮ মে, গণিত, পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
২০ মে, ভূগোল – এইচসিজি দ্বিতীয় পত্র। ২২ মে, শিল্পকলা (আর্ট) তৃতীয় পত্র (অরিজিনাল কম্পোসিশন)। এই পরীক্ষাটি শুরু হবে সকাল ৯টায়, পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
২৪ মে, কমার্শিয়াল স্টাডিস / ফ্রেঞ্চ (দ্বিতীয় গ্রুপ, ইলেক্টিভ)। ২৫ মে, দ্বিতীয় ভাষাপত্রের পরীক্ষা। পরীক্ষার সময় ৩ ঘণ্টা। ২৮ মে, পদার্থবিজ্ঞান – (বিজ্ঞান, প্রথম পত্র)। ২৯ মে, শিল্পকলা (আর্ট) চতুর্থ পত্র (অ্যাপ্লায়েড আর্ট)। এই পরীক্ষাটি শুরু হবে সকাল ৯টায়, পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
৩১ মে, রসায়ন - (বিজ্ঞান, দ্বিতীয় পত্র)। ২ জুন, জীববিজ্ঞান - (বিজ্ঞান, তৃতীয় পত্র)। ৪ জুন, হিন্দি, পরীক্ষার সময় ৩ ঘণ্টা। ৭ জুন, তৃতীয় গ্রুপের (ইলেক্টিভ) বিষয়গুলির পরীক্ষা হবে। এর মধ্যে রয়েছে ফ্যাশন ডিজাইনিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নাটক, সঙ্গীতের মতো একাধিক বিষয়।