Advertisement

ইউটিলিটি

India Post Recruitment 2021: ক্লাস এইট পাসেই ডাক বিভাগে চাকরির সুযোগ! বেতন ২০,০০০ টাকা

সুদীপ দে
  • কলকাতা,
  • 12 May 2021,
  • Updated 12:55 PM IST
  • 1/11

অষ্টম শ্রেণি পাস করলেই মিলতে পারে সরকারি চাকরি! কারণ, অষ্টম শ্রেণি পাসের শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করছে ভারতীয় ডাকবিভাগ। একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। চলুন এই নিয়োগের খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক...

  • 2/11

মোট শূন্যপদের সংখ্যা ৩৫টি। এর মধ্যে স্টাফ কার ড্রাইভার পদে আসন সংখ্যা ২৫টি। এ ছাড়া, মোটর ভেহিক্যাল মেকানিক পদে আসন সংখ্যা ৫টি, কপার ও টিনস্মিথ পদে আসন সংখ্যা ১টি, পেইন্টার পদে ১টি, টায়ারম্যান পদে ১টি এবং মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান পদে ২টি আসন রয়েছে।

  • 3/11

স্টাফ কার ড্রাইভার: মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি অন্তত ৩ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা জরুরি।

  • 4/11

মোটর ভেহিক্যাল মেকানিক: অষ্টম শ্রেণি পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 5/11

মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান: অষ্টম শ্রেণি পাস করলে অথবা ট্রেড সার্টিফিকেট থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 6/11

কপার ও টিনস্মিথ: অষ্টম শ্রেণি পাস করার পাশাপাশি কারগরি শিক্ষায় দক্ষতার শংসাপত্র থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 7/11

পেইন্টার: অষ্টম শ্রেণি পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 8/11

টায়ারম্যান: অষ্টম শ্রেণি পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 9/11

বয়সসীমা ও বেতন: উল্লেখিত পদগুলিতে আবেদনকারীর বয়স ১ জুলাই, ২০২১ পর্যন্ত হিসাব অনুযায়ী, ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ২০,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা।

  • 10/11

এই নিয়োগ চলছে চেন্নাই ও তামিলনাড়ুর জন্য। ইচ্ছুক প্রার্থীরা The Senior Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai- 600006-এই ঠিকানায় নির্দিষ্ট বয়ানে শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স ও অভিজ্ঞতার শংসাপত্র-সহ লিখিত আবেদন করতে পারেন।

  • 11/11

আবেদনপত্র জমা পৌঁছানোর শেষ তারিখ ২৬ মে, ২০২১। আবেদনপত্রের খামের উপর লিখে দিতে হবে, ‘“APPLICATION FOR THE POST OF _______ IN MAIL MOTOR SERVICE, CHENNAI 600006”।

Advertisement
Advertisement