Advertisement

ইউটিলিটি

Train Ticket Rules for Children: ট্রেনে শিশুদের কত বছর বয়স পর্যন্ত টিকিট লাগে না? জরিমানা এড়াতে জানুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2025,
  • Updated 3:30 PM IST
  • 1/7

ভারতীয় রেল পরিবহনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন দুই কোটিরও বেশি মানুষ ট্রেনে ভ্রমণ করেন। এদের মধ্যে অনেকের সঙ্গেই শিশুরা থাকে। রেলওয়ে শিশুদের ভাড়ার বিষয়ে কিছু নিয়ম রয়েছে।
 

  • 2/7

বয়সের উপর নির্ভর করে, কিছু শিশু ট্রেনের টিকিট বিনামূল্যে পায়, আবার কিছু শিশুর অর্ধেক ভাড়া নেওয়া হয়। তবে জরিমানা এড়াতে প্রতিটি রেল যাত্রীর শিশুদের টিকিট সংক্রান্ত নিয়ম সম্পর্কে সচেতন থাকা উচিত।
 

  • 3/7

ভারতীয় রেল ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ভ্রমণ করা যায়। এই সুবিধাটি জেনারেল এবং রিজার্ভ উভয় কোচেই পাওয়া যায়। তবে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শিশুরা আলাদা বার্থ পায় না। যদি কোনও অভিভাবক তার ৫ বছরের কম বয়সী সন্তানের জন্য বার্থ চান, তাহলে তাকে পুরো ভাড়া দিতে হবে।
 

  • 4/7

অর্ধেক ভাড়া নেওয়া হবে
পাঁচ থেকে ১২ বছরের কম বয়সী শিশুদের ট্রেনে অর্ধেক ভাড়া নেওয়া হয়। এর অর্থ হল কেবল অর্ধেক ভাড়া দিতে হবে। যদি সন্তানের জন্য রিজার্ভেশনের সময় একটি সিটের জন্য অনুরোধ করেন, তাহলে সম্পূর্ণ ভাড়া দিতে হবে। 

  • 5/7

যদি রিজার্ভেশনের সময় একটি শিশু সিটের জন্য অনুরোধ করেন, তাহলে পুরো ভাড়া দিতে হবে। যদি কোনও সিটের জন্য অনুরোধ না করা হয়, তাহলে অর্ধেক ভাড়া প্রযোজ্য হবে।
 

  • 6/7

মনে রাখতে হবে চেয়ার কারে, এক্সিকিউটিভ ক্লাসে, দ্বিতীয় শ্রেণীর আসন এবং এক্সিকিউটিভ এসি ক্লাসে শিশুদের জন্য NSOB (নো সিট অপশন) বিকল্পটি অফার করা হয় না। এর অর্থ হল এই ক্লাসগুলিতে ভ্রমণের জন্য শিশুদের পুরো টিকিটের টাকা দিতে হয়।
 

  • 7/7

১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য, অবশ্যই পুরো ভাড়া দিতে হবে। হাফ টিকিটের নিয়ম শুধুমাত্র, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য প্রযোজ্য।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement