Advertisement

ইউটিলিটি

Train Waiting List: ট্রেনে ওয়েটিং লিস্টে GNWL, RLWL ও PQWL-র অর্থ কী? কোনটায় মেলে কমফার্মড টিকিট

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2025,
  • Updated 12:05 PM IST
  • 1/6

ট্রেনের টিকিট বুক করার সময়, যাত্রীরা প্রায়শই ওয়েটিং লিস্টের টিকিট পান। তারা বুঝতে পারেন না টিকিট কনফার্ম হবে কিনা। কিন্তু জানেন কি টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে?
 

  • 2/6

যখনই ট্রেনে রিজার্ভেশন করবেন, বুকিংয়ের আগে WL, RLWL, PQWL, এবং GNWL লেখা দেখতে পাবেন। এগুলি হল রেলওয়ে বুকিং কোটা।
 

  • 3/6

GNWL ওয়েটিং লিস্ট যখন যাত্রী ট্রেনের যে স্টেশন থেকে যাত্রা শুরু হয়। এই ওয়েটিং লিস্ট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
 

  • 4/6

ট্রেনের যাত্রার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ স্টেশনগুলি থেকে RLWL ওয়েটিং লিস্ট জারি করা হয়। এতে টিকিটগুলি GNWL এর অধীনে বুক করা টিকিটের তুলনায় নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম।
 

  • 5/6

ট্রেনের যাত্রা করা এবং গন্তব্যস্থলের মধ্যে স্টেশন থেকে যাত্রা করা যাত্রীদের জন্য PQWL সুবিধা উপলব্ধ। এই ওয়েটিং লিস্ট থেকে কনফার্মড টিকিট পাওয়ার সম্ভাবনাও খুব কম।
 

  • 6/6

যখন তৎকাল টিকিট বুকিং করার পরেও নিশ্চিত সিট পাওয়া যায় না, তখন TQWL টিকিট দেওয়া হয়। এই টিকিটগুলি নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, কারণ তাদের জন্য আলাদা কোনও কোটা নেই।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement