Advertisement

ইউটিলিটি

Gram Suraksha Life Insurance Scheme: দেড় হাজার টাকা প্রিমিয়াম দিয়ে পাবেন ৩৫ লক্ষ টাকা রিটার্ন!

Aajtak Bangla
  • 20 Aug 2021,
  • Updated 1:20 PM IST
  • 1/8

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে চলা অতিমারীরর জেরে বেসামাল দেশের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। কাজ হারিয়ে, সঞ্চয় হারিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে পুঁজি বাড়াতে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি সাধারণ মানুষের অন্যতম ভরসার আধারে পরিনত হয়েছে।

  • 2/8

কেন্দ্রীয় সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি থেকে এখনও যথেষ্ট ভাল রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি টাকা মার যাওয়ার তেমন কোনও আশঙ্কা নেই! Post Office-এর মাধ্যমেও এমনই বেশ কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্প বিনিয়োগের সুযোগ রয়েছে।

  • 3/8

পোস্ট অফিসের এমন একটি বিমা প্রকল্প রয়েছে যেটি গ্রাহকের অকালমৃত্যুতে তাঁর পরিবারকে আর্থিক নিশ্চয়তা, নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ম্যাচুরিটিতে মোটা অঙ্কের রিটার্নও সুনিশ্চিত করে। পোস্ট অফিসের এই বিমা প্রকল্পটির নাম গ্রাম সুরক্ষা জীবন বিমা প্রকল্প (Gram Suraksha Life Insurance Scheme)।

  • 4/8

এটি মূলত একটি টার্ম ইনসিওরেন্স। ১৯ বছর থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত যে কেউই পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা স্কিম (Gram Suraksha Life Insurance Scheme) কিনতে পারেন। এতে সর্বনিম্ন বিমার অঙ্ক ১০,০০০ টাকা এবং সর্বোচ্চ বিমার অঙ্ক ১০ লক্ষ টাকা।

  • 5/8

কেউ চাইলে তিন বছরের পর গ্রাম সুরক্ষা জীবন বিমা প্রকল্প বন্ধ করতে পারেন। তবে পলিসি চালু করার পাঁচ বছরের মধ্যে বিমা প্রকল্পটি বন্ধ করলে বোনাসের সুবিধা পাওয়া যাবে না। এতে, তিনটি প্রিমিয়াম প্রদানের বিকল্প দেওয়া হয়েছে ৫৫ বছর, ৫৮ বছর এবং ৬০ বছর। পোস্টাল ইনফো মোবাইল অ্যাপে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ইন্ডিয়া পোস্ট এই প্রকল্পে প্রতি ১০০০ টাকায় ৬০ টাকা বোনাস দিচ্ছে।

  • 6/8

যদি কেউ ১৯ বছর বয়সে পোস্ট অফিস গ্রাম সুরক্ষা স্কিমের জন্য নথিভুক্ত হন, তাহলে তার জন্য প্রিমিয়াম মেয়াদ হবে ৩৬ বছর, ৩৯ বছর এবং ৪১ বছর। এটি ৫৫, ৫৮ বা ৬০ বছর বেছে নেওয়ার উপর নির্ভর করে। যদি ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকার বিমা নেওয়া হয়, তাহলে ম্যাচুরিটির পরিমাণ হবে প্রায় ৩৫ লক্ষ। ম্যাচুরিটির সুবিধা সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

  • 7/8

১৯ বছর বয়সে ১০ লক্ষ বিমা বিমার একটি গ্রাম সুরক্ষা নীতি কেনার ক্ষেত্রে, ৫৫ বছরের জন্য মাসিক প্রিমিয়াম হবে ১৫১৫ টাকা, ৫৮ বছরের জন্য ১৪৬৩ টাকা এবং ৬০ বছরের জন্য ১৪১১ টাকা। ৫৫ বছরের জন্য ম্যাচুরিটি সুবিধা হবে ৩১.৬০ লক্ষ টাকা, ৫৮ বছরের জন্য ম্যাচুরিটি সুবিধা হবে ৩৩.৪০ লক্ষ টাকা এবং ৬০ বছরের জন্য ম্যাচুরিটি সুবিধা হবে ৩৪.৬০ লক্ষ টাকা।

  • 8/8

যদি এই পোস্টাল ইন্স্যুরেন্স সম্পর্কে আপনার কোনও প্রশ্ন থাকে, তাহলে আপনি টোল ফ্রি নম্বরে 1800 180 5232 অথবা 155232 নম্বরে কল করতে পারেন। এ ছাড়াও গ্রাম সুরক্ষা বিমার নির্দিষ্ট তথ্যের জন্য http://www.postallifeinsurance.gov.in/ এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

Advertisement
Advertisement