Advertisement

ইউটিলিটি

Kolkata Metro New Smart Card: কলকাতা মেট্রোর নতুন 'আজাদি' স্মার্ট কার্ড, কেমন হয়েছে দেখতে?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Aug 2022,
  • Updated 7:14 PM IST
  • 1/10

মেট্রোয় নয়া স্মার্ট কার্ড! স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন রূপে স্মার্ট কার্ড পেতে চলেছেন মেট্রোযাত্রীরা। 

  • 2/10

'আজাদি কা অমৃত মহোৎসবে'র অংশ হিসেবে শনিবার নতুন এই স্মার্ট কার্ডের উদ্বোধন করলেন জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। 

  • 3/10

১৫ অগাস্ট থেকে এই নতুন স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন মেট্রোযাত্রীরা।
 

  • 4/10

মোদী সরকারের উদ্যোগে দেশজুড়ে উৎযাপিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'। সেই আবহেই কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডেও তেরঙার ছোঁয়া। 

  • 5/10

২ লাখ ৩০ হাজার নতুন স্মার্ট কার্ড বিক্রি করবে মেট্রো কর্তৃপক্ষ। 

  • 6/10

কী থাকছে এই স্মার্ট কার্ডে? এই কার্ডে কোনও বিজ্ঞাপন থাকছে না। মাঝে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর লোগো। ৭৫তম স্বাধীনতা দিবসের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। 
 

  • 7/10

স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবর্তন হচ্ছে মেট্রোর সূচিরও। কমছে ট্রেনের সংখ্যা। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। 

  • 8/10

দমদম থেকে কবি সুভাষের পথে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে। একই সময়ে প্রথম মেট্রো কবি সুভাষ থেকে। যাবে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো সকাল ৭টায়।

  • 9/10

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে। একই সময়ে শেষ মেট্রো কবি সুভাষ থেকে দমদমের। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের গন্তব্যে শেষ মেট্রো রাত সাড়ে ৯টায়।

  • 10/10

১৫ অগস্টের দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ১৮৮টি মেট্রো চলবে। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় আপ ডাউন মিলিয়ে ১০০টি মেট্রো কম চলবে। ফলে ওই দিন মেট্রো পরিষেবার জন্য অপেক্ষা বাড়বে যাত্রীদের। 

Advertisement
Advertisement