কলকাতা মেট্রো এখন বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। বিমানবন্দরে যাওয়ার জন্য মেট্রোতে চাপলে কোন কোন লাগেজ নিয়ে যাওয়া যায় আর কোনগুলি নিতে নেই জেনে রাখুন। মেট্রোতে লাগেজ নিলে বা কীসে নিষেধাজ্ঞা রয়েছে জানুন।
এমনিতেই বিমানে ওঠার আগে কতটা লাগেজ রাখা যাবে ওজন বেঁধে দেওয়া থাকে। তার আগে, অনেক কিছু মেট্রোতে নিয়ে গেলে স্ক্যানারে ধরা পড়লে পুলিশ ধরতে পারে।
মেট্রোতে উঠতে গেলে সীমিত লাগেজ নিয়ে উঠবেন। কলকাতা মেট্রোর নিয়ম অনুযায়ী, একজনের ১০ কেজির বেশি লাগেজ নিয়ে ওঠার নিয়ম নেই । সেই সঙ্গে কোনও যাত্রীর লাগেজে জন্য যাতে অন্য কোনও যাত্রীর সমস্যা না হয় সেই নিয়মও রয়েছে।
সেই সঙ্গে দাহ্য কোনও বস্তু যেমন গ্রিজ, ঘি, রং, বাজি, বিস্ফোরক, অ্যাসিড এই ধরনের বস্তু নিয়ে ট্রেনে ওঠা যায় না।
সেইসঙ্গে মদের বোতল কোনও মাদক দ্রব্য নেওয়া যায় না।
বন্দুক, ছুরি, তলোয়ার, বোমা বা যে কোনও ধরনের বিস্ফোরক পদার্থ নেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
কলকাতা মেট্রোয় কোনও পোষ্য পশু বা পাখি নিয়ে ওঠা যায় না। মৃতদেহ বহনের জন্যও মেট্রো ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।
মেট্রো রেলে মাল নেওয়ার নিয়ম না মানলে ১৯৮৫ সালের ক্যালকাটা মেট্রো রেল (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) (টেম্পোরেরি প্রভিশনস) আইনে, ৫০০ টাকা পর্যন্ত জরিমানা এবং এক বছর থেকে ৪ বছর পর্যন্ত জেল হতে পারে।