Advertisement

ইউটিলিটি

PHOTOS: রাজ্যে সামান্য শিথিল করোনা বিধিনিষেধ, কোথায় কোথায় ছাড়? রইল...

Aajtak Bangla
  • 28 Jun 2021,
  • Updated 7:16 AM IST
  • 1/9

৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি-বেসরকারি বাস-মিনিবাস চলতে পারবে। বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধি নিষেধ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

  • 2/9

মাছ বাজারের খোলার ওপর নিষেধাজ্ঞা উঠছে সকাল ছয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা রাখা যাবে মাছের বাজার। এর আগে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত মাছ বাজার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে খুশি মৎস্য ব্যবসায়ীরা।

  • 3/9

তবে আপাতত বন্ধ হয়ে থাকছে মেট্রো রেল। পরিষেবা কলকাতায় যাত্রীদের মেট্রোরেলের চাহিদা থাকলেও আপাতত তা খুলছে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ফলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মেট্রোরেলের যাত্রীদের।

  • 4/9

খুলছে না লোকাল ট্রেন। একের পর এক দাবি উঠতে থাকলেও লোকাল ট্রেন খুললেই মুড়ি-মুড়কির মতো সংক্রমণ বাড়তে থাকবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিনও লোকাল ট্রেন বন্ধই থাকল।

  • 5/9

খুচরো দোকান খোলার ওপর নিষেধাজ্ঞা উঠছে। তবে সকাল ১১ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে। রাত ৯ টার পর থেকে জরুরি পরিষেবা ছাড়া বাকি সব বন্ধ থাকবে। 

  • 6/9

সবজি বাজারের খোলা রাখার সময়সীমাও মাছ বাজারের মতোই রাখা হয়েছে। সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সবজি বাজার খোলা থাকবে।

  • 7/9

খুলে যাচ্ছে সেলুন। যাদের বাড়িতে বসে চুল দাড়ি বড় হয়ে যাওয়ায়, মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল, তাঁরা অন্তত শান্তি পাবেন এবার।

  • 8/9

মহিলাদের জন্য বিশেষ সুখবর। খুলে যাচ্ছে বিউটি স্যালোঁগুলিও। তাঁদের রূপ টানে আপাতত কোনও বিধিনিষেধ থাকল না। ফলে ফিরবে শান্তিও।

  • 9/9

শরীরচর্চা যাদের নেশা, ফিটনেস যাদের মানদন্ড। তাঁদের পক্ষে বাড়িতে বসে জিম এর বিকল্প খুঁজে বের করা অত সহজ ছিল না। কয়েক মাস বসে থাকার পর, অবশেষে তাঁরা জিমে যাওয়ার ছাড়পত্র পাচ্ছেন।

Advertisement
Advertisement